
অপরাধ বিচিত্রা ডেস্ক: ময়মনসিংহের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ছাইফুল ইসলাম খানকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করার পর তাঁকে পুনরায় স্বপদে বহালের দাবিতে মানববন্ধন করেছেন সচেতন নাগরিক ও ময়মনসিংহবাসী। রবিবার, ২৬ অক্টোবর, সকাল ১১টায় ময়মনসিংহ নগরীর সিভিল সার্জন কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়।
জানা যায়, প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করা এবং বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার থেকে অবৈধভাবে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে র্যাব (RAB) কর্তৃক আটক হয়েছিলেন হিসাবরক্ষক ইমরান মেহেদী হাসান। সম্প্রতি তিনি জেল থেকে জামিন পান। সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ছাইফুল ইসলাম খান সেই জামিনপ্রাপ্ত আসামিকে কর্মস্থলে যোগদানে আপত্তি জানালে কিছুদিন পূর্বে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাঁকে ওএসডি করে।
মানববন্ধনে উপস্থিত বক্তারা ডাঃ ছাইফুল ইসলামের পক্ষে জোরালো বক্তব্য রাখেন। মোহাম্মদ নাজিম উদ্দিন, মোহাম্মদ রতন, মোঃ হাবিব, মোহাম্মদ হাফিজ উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন সুমন, মনির হোসেন, জাহিদুল ইসলাম, মুন্না মিয়া সহ প্রমুখ ব্যক্তি এই প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন।
বক্তারা বলেন, “জেলখাটা এবং জামিনপ্রাপ্ত একজন আসামিকে কর্মস্থলে যোগদানে আপত্তি জানানো কোনোভাবেই দোষের হতে পারে না।” তারা সিভিল সার্জন ছাইফুল ইসলামকে “অত্যন্ত ভালো মানুষ” এবং “বিগত দিনে জনগণের সেবায় নিবেদিত” হিসেবে উল্লেখ করেন। তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে তাঁকে অবিলম্বে ময়মনসিংহের সিভিল সার্জন হিসেবে পুনর্বহাল করার জোর দাবি জানান।
উক্ত মানববন্ধনে জসিম উদ্দিন, আতিকুর রহমান, জয়নাল আবেদীন, কুদ্দুছ, আবু রায়হান, মোঃ আনোয়ার হোসেন, হোসেন আলী, আবদুল জব্বার, রাজা মাহমুদ, খালেদ খান, আফতাব উদ্দিন ভূঁইয়া, হেলাল উদ্দিনসহ ময়মনসিংহের সর্বস্তরের জনগণ অংশ নেন।



