অপরাধএক্সক্লুসিভদুর্নীতিপ্রশাসনবাংলাদেশসম্পাদকীয়স্বাস্থ্য

স্বাস্থ্য খাতে দুর্নীতির অনুসন্ধান: দুই সাবেক কর্মকর্তার সম্পদ বিবরণী তলব

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক দুই ব্যক্তিগত কর্মকর্তা (পিও) তুহিন ফারাবী ও মাহমুদুল হাসানের সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই মর্মে সম্প্রতি তাদের কাছে নোটিশ পাঠানো হয়েছে, যা দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

দুদক সূত্র জানিয়েছে, দায়িত্ব পালনের সময় তাদের বিরুদ্ধে অস্বাভাবিক সম্পদ অর্জন, ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়মের অভিযোগের প্রাথমিক অনুসন্ধানে সত্যতা মেলার পরই কমিশন এই কঠোর পদক্ষেপ নিয়েছে। নোটিশে নির্ধারিত সময়ের মধ্যে তাদের আয়ের উৎসসহ স্থাবর-অস্থাবর সম্পদের পূর্ণাঙ্গ ও বিস্তারিত বিবরণ দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

অনুসন্ধানের অংশ হিসেবে, এর আগে তুহিন ফারাবী ও মাহমুদুল হাসানকে তলব করে জিজ্ঞাসাবাদ করেছিল দুদক। জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে আয়-ব্যয়ের যে প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়েছিল, তা যাচাই-বাছাই করার পরই কমিশন এই দুজনের কাছে সম্পদের বিস্তারিত হিসাব চেয়ে নোটিশটি পাঠায়।

দুদক সতর্ক করে জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে যদি তারা সম্পদের বিবরণী দাখিল করতে ব্যর্থ হন, তাহলে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর বিধান অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, স্বাস্থ্য খাতের দুর্নীতি ও অনিয়ম নিয়ে চলমান কয়েকটি বৃহত্তর অনুসন্ধানের অংশ হিসেবেই কমিশন সাবেক এই দুই ব্যক্তিগত কর্মকর্তার বিরুদ্ধে এমন পদক্ষেপ নিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button