
নিজস্ব প্রতিবেদক: নয়াহাটস্থ পাঁচলাইশ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি বুধবার (১২ নভেম্বর) দুপুরে স্কুল প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচলাইশ এস এম নাছির উদ্দীন সিটি কর্পোরেশন মহিলা কলেজের গভর্নিং বডির শিক্ষানুরাগী সদস্য জি এম আইয়ুব খান। বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ মোহাম্মদ শামসুল আলম অনুষ্ঠানটির উদ্বোধন করেন এবং বিশিষ্ট শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ মোহাম্মদ ইদ্রিস আলী প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ নেজামুল হকের সভাপতিত্বে এবং শিক্ষক আজহারুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
প্রধান অতিথি জি এম আইয়ুব খান তার বক্তব্যে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধেও সমৃদ্ধ হতে হবে। তিনি আরও বলেন, আজকের পুরস্কারপ্রাপ্ত ছাত্রীরা প্রমাণ করেছে যে মনোযোগ ও প্রচেষ্টা থাকলে সফলতা অর্জন সম্ভব। শিক্ষা প্রতিষ্ঠানটির প্রশংসা করে তিনি আশা প্রকাশ করেন, এই স্কুল আগামী দিনেও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উদ্বোধনী বক্তব্যে মোহাম্মদ শামসুল আলম শিক্ষার্থীদের মনে করিয়ে দেন যে ভালো চাকরি পাওয়াই জীবনের একমাত্র লক্ষ্য হতে পারে না। তিনি বলেন, “তোমাদের এমনভাবে নিজেদের প্রস্তুত করতে হবে যেন তোমরা দেশ ও সমাজের জন্য কল্যাণকর ভূমিকা রাখতে পারো।” পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের ব্যক্তিত্ব বিকাশের উপরও তিনি জোর দেন।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ শিক্ষাক্ষেত্রে, ক্রীড়ায় ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রমে বিশেষ কৃতিত্ব অর্জনকারী ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার পেয়ে শিক্ষার্থীরা তাদের আনন্দ প্রকাশ করে।
সভাপতির বক্তব্যে স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ নেজামুল হক অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি, অভিভাবক ও শিক্ষকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ আবদুর রহিম, মোরশেদুল আলম, জানে আলম সোহেল, জাহাঙ্গীর আলম। বক্তব্য রাখেন স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক জুলফিকার আলী হায়দার, সহকারী প্রধান শিক্ষক মো. নুরুল্লাহ তানভীর, পাঁচলাইশ সিটি করপোরেশন কিন্ডারগার্টেনের অধ্যক্ষ আফরোজা ইয়াসমিন, শহীদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, স্কুলের সিনিয়র শিক্ষক রাজন চক্রবর্তী, অভিভাবক আইয়ুব আলী, রাশেদুল আলম, সুমি আকতার, ইসমাইল মির্জা, মানিক হোসেন সহ স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং শিক্ষার্থীরা।



