অপরাধআইন ও বিচারচট্টগ্রামপ্রশাসনবাংলাদেশমিডিয়া

ফেনীতে র‍্যাবের জালে নারী মাদক কারবারি: ৩৮০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক

ত্রী বেশে চট্টগ্রাম থেকে বরিশালে পাচার হচ্ছিল বিপুল অঙ্কের মাদক

নিজস্ব প্রতিবেদক: ফেনী সদর থানাধীন গোবিন্দপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩৮০০ পিস ইয়াবাসহ এক পেশাদার নারী মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ লাখ ৪০ হাজার টাকা।

র‍্যাব-৭, চট্টগ্রাম সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, এক নারী মাদক কারবারি যাত্রী বেশে চট্টগ্রাম থেকে বরিশালগামী ‘বলেশ্বর’ নামের একটি বাসযোগে (রেজিস্ট্রেশন নং: চট্ট মেট্রো-ব-১১-১৬৯৫) বিপুল পরিমাণ মাদক পরিবহন করছেন।

এই তথ্যের ভিত্তিতে, গত ১৩ নভেম্বর ২০২৫ তারিখ বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১২টা ০৫ মিনিটে (০০:০৫ ঘটিকা) র‍্যাব-৭-এর একটি চৌকস আভিযানিক দল ফেনী সদর থানাধীন গোবিন্দপুর সাকিনস্থ চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের পাকা রাস্তার ওপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে।

তল্লাশি চলাকালে বাসটির সুপারভাইজার, স্টাফ এবং অন্যান্য যাত্রীদের সহযোগিতায় অভিযুক্ত নারী জহুরা বেগমকে আটক করা সম্ভব হয়। আটককৃত জহুরা বেগম (৪২) একজন রোহিঙ্গা নারী। তার স্বামীর নাম মোঃ সালাম এবং পিতার নাম মৃত এস্তাজার মোহাম্মদ। তার ঠিকানা বালুখালি, উখিয়া, কক্সবাজার।

পরবর্তীতে, আসামির কাছে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩,৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই ইয়াবার আনুমানিক মূল্য ধরা হয়েছে ১১ লক্ষ ৪০ হাজার টাকা

গ্রেপ্তারকৃত জহুরা বেগম এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য ফেনী জেলার ফেনী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button