চট্টগ্রামপ্রশাসনসম্পাদকীয়

সেন্ট্রাল রিজার্ভ অফিস পরিদর্শনে সিএমপি কমিশনার

ফোর্স ব্যবস্থাপনা ও কার্যক্রমে গতিশীলতা আনার নির্দেশ হাসিব আজিজের

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)-এর কমিশনার জনাব হাসিব আজিজ, বিপিএম গতকাল রবিবার (১৬/১১/২০২৫ ইং) সকালে দামপাড়া পুলিশ লাইন্সে অবস্থিত সেন্ট্রাল রিজার্ভ অফিস (CRO) পরিদর্শন করেন।

বেলা ১১.০০ ঘটিকায় পরিদর্শনের উদ্দেশ্যে সেন্ট্রাল রিজার্ভ অফিসে পৌঁছালে উপ-পুলিশ কমিশনার (এস্টেট এন্ড ডেভলপমেন্ট) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী বিপিএম কমিশনার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর সিএমপি’র একটি সুসজ্জিত চৌকস দল তাঁকে “গার্ড অব অনার” প্রদান করে সম্মান জানান।

পরিদর্শনকালে সিএমপি কমিশনার অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র গভীরভাবে পর্যালোচনা করেন এবং সেগুলোর ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

তিনি সেন্ট্রাল রিজার্ভ অফিসের সামগ্রিক কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও সময়োপযোগী করার ওপর জোর দেন। বিশেষ করে, রিজার্ভ ফোর্সের ব্যবস্থাপনার উন্নয়ন এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া প্রদানের সক্ষমতা বাড়াতে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত (অর্থ ও প্রশাসন) জনাব মোঃ হুমায়ুন কবির এবং উপ-পুলিশ কমিশনার (এস্টেট এন্ড ডেভলপমেন্ট) জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) সহ সিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button