বাংলাদেশরাজনীতি

‘রংধনু জাতি’ গঠনে ঐকমত্য: ঢাকাতে বিভিন্ন দলের মতবিনিময় সভা

স্বাধীনতা, ধর্মনিরপেক্ষতা ও সম্প্রীতির ভিত্তিতে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন বক্তারা

নিজস্ব প্রতিবেদক: “TOWARDS A RAINBOW NATION” (রংধনু জাতির দিকে) শীর্ষক এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা গতকাল সন্ধ্যায় জাতীয় প্রথম আলো মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। দেশের মূলনীতি স্বাধীনতা, ধর্মনিরপেক্ষতা, ভ্রাতৃত্ব এবং সম্প্রীতির ভিত্তিতে একটি ঐক্যবদ্ধ জাতি গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন সভায় উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

ঢাকা মহানগর জাকের পার্টির সভাপতি আলহাজ্ব মো. আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী আলহাজ্ব মো. শাহজাহান মিয়া। বিশেষ অতিথির আসন অলংকৃত করেন জাকের পার্টির কেন্দ্রীয় নেতা আলহাজ্ব মো. মোস্তফা আমীর ফয়সল।

আলোচনাকালে বক্তারা জোর দিয়ে বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে হবে। তাদের মতে, এর মাধ্যমেই একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও ঐক্যবদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব। বক্তারা সম্মিলিতভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে জাকের পার্টি, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। সভায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন উপদেষ্টা আলহাজ্ব মো. মাহবুবুর রহমান, সমন্বয়ক আলহাজ্ব মো. আব্দুল্লাহ আল মামুন এবং সদস্য সচিব আলহাজ্ব মো. মতিউর রহমান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button