অপরাধআইন ও বিচারএক্সক্লুসিভদেশপ্রতারনাপ্রশাসনবাংলাদেশসম্পাদকীয়

অতিরিক্ত ডিআইজি হামিদুল কারাগারে

বগুড়ায় প্রতারণা মামলায় সদ্য বরখাস্ত হওয়া পুলিশ কর্মকর্তা কারাগারে; ফ্ল্যাট দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগ

ডেস্ক রিপোর্ট: প্রতারণার এক মামলায় পুলিশের সদ্য বরখাস্ত হওয়া অতিরিক্ত ডিআইজি হামিদুল হক মিলনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মেহেদী হাসান পুলিশের সাবেক এই ঊর্ধ্বতন কর্মকর্তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালে অতিরিক্ত ডিআইজি হামিদুলের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেধা টাওয়ার’ বগুড়া শহরের এসপি অফিসের পেছনের ৯ শতক জায়গায় একটি বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নেয়। এই প্রকল্পের অধীনে ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ছয়জন ব্যক্তির কাছ থেকে নগদ অর্থ গ্রহণ করে প্রতিষ্ঠানটি। চুক্তি অনুযায়ী, সেখানে দশতলা ভবন নির্মাণ করা হলেও জমির মালিক ওই ছয়জনকে তাদের প্রাপ্য ফ্ল্যাট বুঝে দিতে টালবাহানা শুরু করেন অতিরিক্ত ডিআইজি হামিদুল।

একপর্যায়ে প্রতারণার বিষয়টি স্পষ্ট হলে ভুক্তভোগীদের একজন, জাহেদুর রহমান তোফা, গত বছরের ২১ আগস্ট ডিআইজি হামিদুল হক মিলনের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেন। সেই মামলায় আদালতে হাজির হলে বিচারক পুলিশের সাবেক এই কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বগুড়া কোর্ট পুলিশের পরিদর্শক শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বিচারকের নির্দেশক্রমে সাবেক পুলিশ কর্মকর্তা হামিদুল হক মিলনকে প্রতারণার একটি মামলায় কারাগারে পাঠানো হয়েছে।

source: somoynews

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button