
নিজস্ব প্রতিবেদক: উৎসবমুখর ও উদ্দীপনাময় পরিবেশে গত ১৭ নভেম্বর ২০২৫ তারিখে চট্টগ্রাম সাগরিকাস্থ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ ২০২৫ (পুরুষ ও মহিলা) এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। দেশের ক্রীড়াঙ্গনের অন্যতম গুরুত্বপূর্ণ এই ইভেন্টের আয়োজক ছিল বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন এবং সার্বিক সহযোগিতা প্রদান করে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিডিএসএ)।
বর্ণাঢ্য এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সম্মানিত কমিশনার জনাব হাসিব আজিজ, বিপিএম মহোদয়। বিশেষ অতিথি হিসেবে মঞ্চ অলংকৃত করেন বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের (ভারপ্রাপ্ত) সভাপতি জনাব আসিফ আজিজ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিডিএসএ) এর অ্যাডহক কমিটির সদস্য সচিব জনাব আব্দুল বারী।
প্রতিযোগিতার শেষে বিভিন্ন বিভাগে চ্যাম্পিয়ন ও রানার-আপ হওয়া দলগুলোর খেলোয়াড় এবং কর্মকর্তাদের হাতে ট্রফি ও সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।
এসময় সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ সংশ্লিষ্ট বিভিন্ন ক্রীড়া ও প্রশাসনিক বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন।



