ডেঙ্গু–চিকুনগুনিয়া প্রতিরোধে চট্টগ্রাম মেডিকেল এলাকায় চসিকের বিশেষ ক্রাশ প্রোগ্রাম

এম এ মান্নান :ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সংক্রমণ রোধে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনের নির্দেশনায় প্রবর্তক মোড় ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আশপাশে বিশেষ মশক নিধন ‘ক্রাশ প্রোগ্রাম’ পরিচালনা করেছে চসিক।
জনস্বাস্থ্য সুরক্ষায় অগ্রাধিকার দিয়ে সোমবার সকাল থেকেই অভিযান পরিচালনা করে চসিকের বিভিন্ন বিভাগ।অভিযানে হাসপাতাল এলাকা ও সংলগ্ন সড়কের মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে লার্ভা ধ্বংস, ফগিং, স্থির পানি অপসারণ, ড্রেন–নালা পরিষ্কার এবং বর্জ্য অপসারণ কার্যক্রম সম্পন্ন করা হয়। প্রতিদিন হাজারো মানুষের ভিড় থাকায় চট্টগ্রাম মেডিকেল এলাকা উচ্চ ঝুঁকিপূর্ণ বিবেচনায় এখানে নজরদারি আরও জোরদার করা হয়েছে।
চসিক সূত্র জানায়, নগরের ২৫টি ঝুঁকিপূর্ণ এলাকায় সমন্বিতভাবে মশা নিধন কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি মাইকিং, লিফলেট বিতরণ, দোকান ও বাসাবাড়িতে সচেতনতা কার্যক্রম এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা অব্যাহত রয়েছে।অভিযানে উপস্থিত ছিলেন,প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইফতেখার উদ্দিন চৌধুরী, ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. শরফুল ইসলাম মাহি, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা, ডা. সরওয়ার আলম, মেয়রের একান্ত সহকারী মারুফুল হক চৌধুরী (মারুফ) ও পরিচ্ছন্ন কর্মকর্তা কল্লোল দাস।



