সিএমপি ডিবি’র অভিযানে আন্তজেলা ডাকাত দলের মূল হোতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগর পুলিশের ডিবি (উত্তর/দক্ষিণ) টিম–৫ এর বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য এবং খুলশী থানার আলোচিত ডাকাতির প্রধান পরিকল্পনাকারী মো. জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ১০ নভেম্বর ২০২৫ খুলশীর জাকির হোসেন রোডের ‘উইং সোর্ড’ বিটিআই ভবনের চতুর্থ তলার সি–৩ নম্বর ফ্ল্যাটে একদল ডাকাত ‘মাই টিভি’র সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে প্রবেশ করে। তারা ফ্ল্যাট থেকে ১ লাখ টাকা, প্রায় ৪ লাখ টাকা মূল্যের দুই ভরি স্বর্ণালংকার, প্রায় ৪৫ লাখ টাকার টয়োটা করোলা ক্রস হাইব্রিড গাড়ি এবং ৪টি মোবাইল ফোন লুণ্ঠন করে নিয়ে যায়।
পরদিন ১১ অক্টোবর ২০২৫ খুলশী থানায় মামলা (এফআইআর নং–৬) দায়ের হলে ৩৯৫/৩৯৭ ধারায় তদন্তের দায়িত্ব দেওয়া হয় সিএমপির মহানগর গোয়েন্দা বিভাগকে। উপ-পুলিশ কমিশনার হাবিবুর রহমান এর তত্ত্বাবধানে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মহিউদ্দিন রাজু ও তার টিম চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এর আগে ১০ জনকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তার আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে ১৫ নভেম্বর ২০২৫ ঝিনাইদহ সদর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ডাকাত দলের মূল পরিকল্পনাকারী মো. জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।



