অপরাধআইন ও বিচারদুর্নীতিপ্রশাসনবাংলাদেশসম্পাদকীয়

এনবিআর সদস্য বদিউল আলমের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করলো আদালত

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতির অভিযোগে অভিযুক্ত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (কর লিগ্যাল অ্যান্ড এনফোর্সমেন্ট) এ কে এম বদিউল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন।

দুদকের সহকারী পরিচালক পিয়াস পাল অভিযোগ সংশ্লিষ্ট এই এনবিআর কর্মকর্তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আদালতের কাছে আবেদন করেন।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে যে, বদিউল আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। অভিযোগটি অনুসন্ধানের জন্য এর আগে দুদক তাঁকে সম্পদ বিবরণী দাখিল করার নির্দেশ দিয়েছিল এবং তিনি সেই বিবরণী জমাও দিয়েছেন। বর্তমানে সেই সম্পদ বিবরণী যাচাই-বাছাইয়ের কাজ চলছে।

আবেদনে আরও জানানো হয়, বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে বদিউল আলম দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এমন পরিস্থিতিতে তিনি যদি দেশত্যাগ করে চলে যান, তাহলে দুদকের অনুসন্ধান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার স্বার্থে তাঁর বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া অত্যন্ত জরুরি ছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button