অপরাধএক্সক্লুসিভদেশপ্রশাসনবাংলাদেশমিডিয়াশিক্ষা

ক্লাস পার্টিতে ‘জয় বাংলা’ গান ও উদ্দাম নৃত্য, তোপের মুখে নিকুঞ্জের স্কুল

মো: জাকিরুল ইসলাম: রাজধানীর নিকুঞ্জ এলাকার একটি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস পার্টির নামে রাজনৈতিক স্লোগান ও দলীয় গান বাজিয়ে উদ্দাম নৃত্যের অভিযোগ উঠেছে। শিক্ষকদের উপস্থিতিতেই এমন কর্মকাণ্ড ঘটায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তোপের মুখে নির্ধারিত সময়ের আগেই অনুষ্ঠান বন্ধ করতে বাধ্য হয় স্কুল কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৯ নভেম্বর) জান ই আলম সরকার উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে স্কুলটিতে বার্ষিক ক্লাস পার্টি শুরু হয়। শুরুর দিকে পরিবেশ স্বাভাবিক থাকলেও দুপুর ৩টার দিকে পরিস্থিতির অবনতি ঘটে।

অভিযোগ রয়েছে, দুপুরের পর শিক্ষকদের সামনেই সাউন্ড বক্সে উচ্চ স্বরে বাজানো হয় ‘জয় বাংলা’ স্লোগান। এরপর একে একে বাজানো হয় ‘জয় বাংলা জিতবে এবার নৌকা’, ‘শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে’—এরকম রাজনৈতিক প্রচারণামূলক গান। এসব গানের তালে তালে শিক্ষার্থীদের উদ্দাম নৃত্য করতে দেখা যায়। আবাসিক এলাকায় বিকট শব্দে এমন রাজনৈতিক গান বাজানোর ফলে আশপাশের ফ্ল্যাট ও বাসাবাড়ির বাসিন্দারা চরম অস্বস্তিতে পড়েন।

কোমলমতি শিক্ষার্থীদের অনুষ্ঠানে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের স্লোগান ও গান ব্যবহারের বিষয়টিতে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠান হলো রাজনীতিমুক্ত জায়গা। সেখানে শিক্ষকদের উপস্থিতিতে কীভাবে এমন দলীয় গান বাজিয়ে নাচানাচি হয়, তা বোধগম্য নয়।” শিক্ষা সংশ্লিষ্টদের মতে, এ ধরনের কর্মকাণ্ড স্কুলের শিক্ষার পরিবেশ নষ্ট করে এবং শিক্ষার্থীদের ওপর নেতিবাচক মানসিক প্রভাব ফেলে।

জানা গেছে, অনুষ্ঠানটি বিকেল ৫টা পর্যন্ত চলার কথা ছিল। কিন্তু স্থানীয় বাসিন্দাদের তীব্র প্রতিবাদ ও অসন্তোষের মুখে স্কুল কর্তৃপক্ষ বিকেল সাড়ে ৩টার দিকে তড়িঘড়ি করে অনুষ্ঠান শেষ করে স্কুল ত্যাগ করে।

এদিকে, ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে। নেটিজেনরা শিক্ষাপ্রতিষ্ঠানে এমন রাজনৈতিক প্রদর্শনীর তীব্র নিন্দা জানাচ্ছেন। বিষয়টি বর্তমানে ওই এলাকার অন্যতম আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button