মুহাম্মদ জুবাইর: অ্যারোস্পেস সায়েন্স বা মহাকাশ ও বিমান প্রযুক্তি বিজ্ঞানে বাংলাদেশের সামনে বিপুল সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। সম্প্রতি যুক্তরাজ্যের খ্যাতনামা ক্র্যানফিল্ড বিশ্ববিদ্যালয় পরিদর্শন শেষে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
মেয়র জানান, অ্যারোনটিক্স ও অ্যারোস্পেস সায়েন্সে বিশ্বখ্যাত এই বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের সঙ্গে জ্ঞান বিনিময়, যৌথ গবেষণা এবং উন্নয়নমূলক অংশীদারত্বে কাজ করার ব্যাপারে আন্তরিক আগ্রহ প্রকাশ করেছে।
ডা. শাহাদাত হোসেন বলেন, “ক্র্যানফিল্ড বিশ্ববিদ্যালয় পরিদর্শনের অভিজ্ঞতা বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, গবেষণা ও মানবসম্পদ উন্নয়নে একটি যুগান্তকারী সম্ভাবনার পথ দেখিয়েছে। এই প্রতিষ্ঠানের সঙ্গে পারস্পরিক সহযোগিতা আমাদের দেশের দক্ষ জনশক্তি গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি বাংলাদেশকে বিশ্বমঞ্চে প্রতিযোগিতামূলক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে এবং একটি সমৃদ্ধ ভবিষ্যৎ গঠনে সহায়ক হবে।”

পরিদর্শনকালে মেয়র সেখানে কর্মরত অ্যাসোসিয়েট প্রফেসর মুশফিকুর রহমানের পরিচালনায় একটি বিশেষ অ্যারোনটিক্যাল ফ্লাইট প্রদর্শনী প্রত্যক্ষ করেন।
উল্লেখ্য, ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত ক্র্যানফিল্ড বিশ্ববিদ্যালয় যুক্তরাজ্যের একটি বিশেষায়িত পোস্টগ্র্যাজুয়েট গবেষণা প্রতিষ্ঠান। অ্যারোনটিক্স, অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, এয়ার ট্রান্সপোর্টেশন, ড্রোন প্রযুক্তি, পরিবহন পরিকল্পনা এবং উদ্ভাবনভিত্তিক গবেষণায় প্রতিষ্ঠানটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এটি ইউরোপের অন্যতম শীর্ষ গবেষণা কেন্দ্র, যেখানে নিজস্ব রিসার্চ এয়ারপোর্ট ও অত্যাধুনিক ল্যাব সুবিধা রয়েছে। এখানে শিক্ষার্থী ও গবেষকরা বাস্তব বিমানে সেন্সর সংযুক্ত করে ফ্লাইট-টেস্ট পরিচালনার বিরল সুযোগ পান। এছাড়া এয়ারবাস ও বোয়িংয়ের মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়টির ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে।
চসিক মেয়র মনে করেন, স্মার্ট ট্রান্সপোর্টেশন, নগর পরিকল্পনা, ড্রোন প্রযুক্তি এবং পরিবেশবান্ধব শহর গঠনে ক্র্যানফিল্ডের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য অত্যন্ত মূল্যবান। বিশেষ করে চট্টগ্রামকে একটি স্মার্ট, প্রযুক্তিনির্ভর ও টেকসই নগরী হিসেবে গড়ে তুলতে এ ধরনের সহযোগিতা যুগান্তকারী ভূমিকা রাখতে পারে। তিনি আশা প্রকাশ করেন, চসিক ও ক্র্যানফিল্ড বিশ্ববিদ্যালয়ের এই সেতুবন্ধন ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে।



