টেকনাফে মাইক্রোবাসের বনেট থেকে ৪২ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ১

নিজস্ব প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে প্রায় ২ কোটি ১০ লাখ টাকা মূল্যের ৪২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক মাদক কারবারিকে আটক এবং মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর ২০২৫) সকাল ১০টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইকং ইউনিয়নের কাঞ্জারপাড়া এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ স্টেশনের একটি আভিযানিক দল কাঞ্জারপাড়া সংলগ্ন সড়কে অবস্থান নেয়। এ সময় একটি সন্দেহভাজন নোয়াহ ভক্সি (Noah Voxy) মাইক্রোবাসকে থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিকালে গাড়িটির সামনের অংশের বনেটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ৪২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। উদ্ধারকৃত এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ১০ লাখ টাকা।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, আটককৃত ব্যক্তি, জব্দকৃত গাড়ি ও ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে উপকূলীয় এলাকায় কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



