নগরীর শীর্ষ সন্ত্রাসী সাইফুলের অন্যতম সহযোগী অস্ত্রসহ গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানা এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী বার্মা সাইফুলের সহযোগী মুহাম্মদ ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এসময় তার কাছে থাকা একটি আগ্নেয়াস্ত্র ও বেশ কিছু দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোর ৫টায় পশ্চিম ষোলশহর এলাকা ইসমাইলের নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সেনাবাহিনী সূত্র জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে পশ্চিম ষোলশহর এলাকার খ্রিস্টান কবরস্থানের পাশে নিজ বাসভবন থেকে শীর্ষ সন্ত্রাসী বার্মা সাইফুলের অন্যতম সহযোগী ইসমাইলকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
ইসমাইল হোসেন দীর্ঘদিন ধরে পাঁচলাইশ এলাকায় ভূমিদখল, কিশোর গ্যাং সহ সন্ত্রাসী কর্মকাণ্ড এবং নানা অপরাধমূলক কার্যক্রমের মাধ্যমে জনমনে ত্রাস সৃষ্টি করে আসছিল। তার বিরুদ্ধে পাঁচলাইশ থানায় ২টি বিস্ফোরক মামলা সহ মোট ৫টি মামলা এবং ৪টি জিডি রয়েছে। তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এলাকাবাসীর তথ্যমতে জানা যায় বিগত হাসিনা সরকার পতনের পর শীর্ষ সন্ত্রাসী বর্মা সাইফুলের হয়ে এই ইসমাইল রাহাজানি ছিনতাই, ভূমি দখল সহ নানান অপকর্মে লিপ্ত হয়ে পড়েন শীর্ষ সন্ত্রাসী সাইফুলের ইশারায় এই ইসমাইল।



