পুরান ঢাকায় ভূমিকম্পে ভবনের রেলিং ভেঙে নিহত ৩
নিজস্ব প্রতিবেদক: পুরান ঢাকার বংশালের কসাইটুলী এলাকায় ভূমিকম্পের ফলে একটি পাঁচতলা ভবনের রেলিং ভেঙে পড়ায় তিন পথচারীর মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের কারও পরিচয় নিশ্চিত করা যায়নি। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
স্থানীয়দের ভাষ্য, ভূমিকম্পের সময় হঠাৎই ভবনটির রেলিং নিচে ভেঙে পড়ে। এ সময় নিচ দিয়ে হাঁটছিলেন তিনজন পথচারী—রেলিং চাপা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
এর আগে সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে ভূমিকম্প অনুভূত হয়। শুরুতে ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা না গেলেও পরে বংশালে এই মৃত্যুর ঘটনা ঘটে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৫ এবং এর উপকেন্দ্র ছিল ঘোড়াশালের নিকটবর্তী এলাকায়।
ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গেই রাজধানীর বিভিন্ন এলাকায় আতঙ্কে অনেকে ঘর থেকে বেরিয়ে রাস্তায় নেমে আসেন। কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পন শহরজুড়ে উদ্বেগ তৈরি করে।



