কচুয়ায় ছেলের হাতে বাবার মর্মান্তিক মৃত্যু, ঘাতক আটক

মো: রাজন পাটওয়ারী, জেলা প্রতিনিধি চাঁদপুর: চাঁদপুরের কচুয়া উপজেলার বাইছারা-নোয়াপাড়া গ্রামে গাছের চারা রোপণ নিয়ে পারিবারিক বিরোধের জেরে ছেলের হাতে নিহত হয়েছেন আব্দুল খালেক নামে এক বৃদ্ধ। শনিবার (২২ নভেম্বর) বিকেলে প্রধানীয়া বাড়িতে এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল খালেকের ছেলে মোহাম্মদ হোসাইন (২৮) বাড়ির উঠানে তালের চারা লাগাতে গেলে তার বাবা বাধা দেন। এ নিয়ে দুইজনের বাকবিতণ্ডার এক পর্যায়ে হোসাইন ঘরে গিয়ে ধারালো দা এনে বাবার ঘাড়ে উপর্যুপরি কোপ মারেন। এতে ঘটনাস্থলেই খালেকের মৃত্যু হয় এবং তার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
ঘটনার পর পালানোর চেষ্টা করলে পার্শ্ববর্তী সফিবাদ গ্রামের লোকজন হোসাইনকে আটক করে পুলিশে সোপর্দ করে।
স্থানীয় ইউপি সদস্য মো. রুহুল আমিন জানান, হোসাইন দীর্ঘদিন কুয়েতে ছিলেন এবং তিনি হাফেজ। কিছুদিন আগে মানসিক সমস্যার কারণে তার স্ত্রীও তাকে ছেড়ে চলে যান।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে। হত্যাকাণ্ডে জড়িত ছেলে মোহাম্মদ হোসাইনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তদন্তের স্বার্থে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।



