আসামী ধরতে গিয়ে পুলিশের উপর হামলার ঘটনায় — বিশেষ অভিযানে মোট ১১ জন গ্রে’ফ’তা’র

কুমিল্লা জেলা প্রতিনিধি :কুমিল্লার কোতয়ালী মডেল থানায় মা’দ’ক মামলার পলাতক আসামীকে গ্রে’ফ’তা’র করতে গিয়ে পুলিশের উপর পরিকল্পিত হামলা চালানোর ঘটনায় স্থানীয় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে বিশেষ অভিযান পরিচালনা করে আরও ৫ জনসহ মোট ১১ জনকে গ্রে’ফ’তা’র করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাত থেকে ভোর পর্যন্ত কোতয়ালী মডেল থানা ও জেলা পুলিশের যৌথ দল ধর্মপুর, রেইলগেইট ও আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, মা’দ’ক মামলায় অভিযুক্ত এক পলাতক আসামিকে গ্রে’ফ’তা’র করতে গেলে একটি সংঘবদ্ধ দল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপর হামলা চালায়। এতে পুলিশের কয়েকজন সদস্য আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।হামলার সঙ্গে জড়িত ও মা’দ’ক সংশ্লিষ্টতার অভিযোগে এ পর্যন্ত মোট ১১ জনকে গ্রে’ফ’তা’র করা হয়েছে। গ্রে’ফ’তা’রকৃতদের নাম
ইমরান হোসেন (ইমু/ইমন), ২৮ , সিয়াম- ১৯, পারভেজ, ৩০ ,আবুল কাশেম (কাইশ্যা) ৫৫,আব্দুর রহমান ৩৮, মাহফুজ ২৪ ,চামেলী ২৮ ,রুজিনা ৩০, পাখি ৩২, সুমি আক্তার ১৮, মোঃ মাহবুব আলম (মাসুম) ৪৫, সকল গ্রে’ফ’তা’রকৃতরা ধর্মপুর ও আশপাশের এলাকার বাসিন্দা কিংবা ভাড়াটিয়া বলে নিশ্চিত করেছে পুলিশ ।



