অপরাধআইন ও বিচারচট্টগ্রামপ্রশাসনমিডিয়া
৮ হাজার ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম জেলা বাঁশখালীতে ৮,০০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি কাভারভ্যান সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামীরা হলো মোঃ ওবাইদুল্লাহ (২৭) ও মোঃ মনসুর (৪৫)।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ জামাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ২২ নভেম্বর বিকাল ৫ ঘটিকায় বাঁশখালী থানাধীন পুটখালী ব্রিজের দক্ষিণ-পশ্চিম পাশে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে ৮,০০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত ১টি কাভারভ্যান জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।



