অপরাধআইন ও বিচারচট্টগ্রামপ্রশাসনমিডিয়া

নগরীতে দুই সুন্দরী রমনী ৪০ কেজি গাঁজাসহ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানা এলাকা হতে ৪০ কেজি গাঁজা উদ্ধারসহ ২ নারী মাদক কারবারি আটক র‌্যাব-৭ । চট্টগ্রামে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারি চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানাধীন চট্টগ্রাম কমিউনিটি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সামনে মাদক ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করেছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২৩ নভেম্বর ২০২৫ ইং তারিখ আনুমানিক ১৩.০০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত স্থানে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ০২ জন মহিলা পালিয়ে যাওয়ার চেষ্টাকালে অভিযুক্ত ০১। ছেনোয়ারা বেগম (৪০), ২। দিলদার বেগম (৩৫), উভয় পিতা-মৃত আবুল হোসেন, সাং- ছোট হাবিলপাড়া, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার’দের আটক করতে সক্ষম হয় এবং তাদের সঙ্গে থাকা ০১টি ট্রলি ব্যাগ ও ০৩টি ব্যাগ হতে সুকৌশলে রক্ষিত ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য ৪,০০,০০০/-(চার লক্ষ) টাকা।

গ্রেফতারকৃত অভিযুক্তদের ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর কর্নফুলি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button