নিজস্ব প্রতিবেদক: দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদের দায়ে এবার আইনি বেড়াজালে আটকা পড়লেন সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেনের সহকারী একান্ত সচিব (এপিএস) এ এইচ এম ফুয়াদ। আদালতের নির্দেশে তার প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার স্থাবর সম্পত্তি ক্রোক (জব্দ) করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সোমবার (২৪ নভেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
সিআইডি সূত্রে জানা যায়, ফরিদপুরের সিনিয়র স্পেশাল জজ আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে ফুয়াদের এই বিপুল সম্পদ ক্রোক করা হয়েছে। জব্দকৃত সম্পত্তির মোট আর্থিক মূল্য ৫ কোটি ৪৪ লাখ ৯৫ হাজার ৫৮৬ টাকা। এর মধ্যে রয়েছে একটি বিলাসবহুল ফ্ল্যাট এবং মোট ৩৮.৯৩৩ শতাংশ জমি।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ এইচ এম ফুয়াদ সাবেক মন্ত্রীর এপিএস থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে বিপুল বিত্তবৈভবের মালিক হন। মানি লন্ডারিং মামলার তদন্তে উঠে এসেছে যে, তিনি ফরিদপুরের বিতর্কিত দুই ভাই বরকত ও রুবেলের সঙ্গে যোগসাজশে ‘হেলমেট বাহিনী’ নামে একটি সন্ত্রাসী গ্রুপ গড়ে তুলেছিলেন।
অভিযোগ রয়েছে, এই বাহিনী ব্যবহার করে এলজিইডি, সড়ক ও জনপথ, গণপূর্ত অধিদপ্তর, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, বিএডিসি, পাসপোর্ট অফিস এবং বিআরটিএ-সহ বিভিন্ন সরকারি দপ্তরের টেন্ডার একচ্ছত্রভাবে নিয়ন্ত্রণ করতেন ফুয়াদ। টেন্ডারবাজি ও প্রভাব খাটিয়ে ঠিকাদারি কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে তিনি আদায় করতেন মোটা অঙ্কের কমিশন। অবৈধ উপায়ে অর্জিত সেই অর্থ দিয়েই তিনি গড়ে তোলেন সম্পদের এই পাহাড়।



