ফেনীতে অস্বাস্থ্যকর পরিবেশে কেক তৈরি, বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা
অপরাধ বিচিত্রা ডেস্ক: ফেনী সদর উপজেলায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের দায়ে একটি বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গত শনিবার (২৩ নভেম্বর) ফেনী সদরের কালীদহ ইউনিয়নের গোবিন্দপুর ও হাজীর বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানের সময় ‘মেসার্স মায়ের দোয়া ফুড প্রোডাক্টস’ নামক প্রতিষ্ঠানে তদারকি করেন কর্মকর্তারা। এ সময় দেখা যায়, প্রতিষ্ঠানটি চরম অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করছে। কেক তৈরির ডাইসে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর খবরের কাগজ ব্যবহার করা হচ্ছিল। এছাড়া খাদ্যপণ্যে অনুমোদনহীন রং মেশানো এবং উৎপাদিত পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ বা মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকার মতো গুরুতর অনিয়ম হাতেনাতে ধরা পড়ে।
ভোক্তা অধিকার বিরোধী এসব কর্মকাণ্ডের অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি ভেজাল ও ক্ষতিকর উপাদানে তৈরি পণ্যগুলো জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়। প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ভবিষ্যতে এমন অপরাধ না করার জন্য চূড়ান্ত সতর্কবার্তা দেওয়া হয়েছে।
অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ফেনী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম। তিনি জানান, জনস্বার্থ রক্ষায় এ ধরনের তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে। অভিযানকালে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হয়।
এ সময় জেলা প্রশাসনের বিশেষ টাস্কফোর্স টিমের সদস্যবৃন্দ এবং জেলা পুলিশের একটি দল অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে।



