নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: সাধারণ মানুষের অভিযোগ সরাসরি শোনা এবং দ্রুত আইনি প্রতিকার নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদর দপ্তরে অনুষ্ঠিত হয়েছে ‘ওপেন হাউজ ডে’। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে নগরীর দামপাড়াস্থ সিএমপি সম্মেলন কক্ষে এ কর্মসূচি পালিত হয়।
বিকেল ৩টা থেকে শুরু হয়ে সাড়ে ৪টা পর্যন্ত চলা এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসিব আজিজ। এ সময় তিনি ধৈর্য সহকারে আগত বিভিন্ন শ্রেণি-পেশার সেবাপ্রত্যাশীদের সমস্যা ও অভিযোগের কথা শোনেন।

অনুষ্ঠানে ভুক্তভোগীদের বক্তব্য শোনার পর পুলিশ কমিশনার সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। বেশ কয়েকজন সেবা প্রার্থী তাদের অভিযোগের তাৎক্ষণিক সমাধান ও দিকনির্দেশনা পেয়ে পুলিশ কমিশনারের প্রতি কৃতজ্ঞতা জানান এবং পুলিশের এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন।
ওপেন হাউজ ডে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এবং অর্থ ও প্রশাসনের অতিরিক্ত দায়িত্বে থাকা মো. হুমায়ুন কবির। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ পিপিএম এবং উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মো. হাবিবুর রহমান প্রাং সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।



