চন্দনাইশে ১০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ মাদক ব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের চন্দনাইশ থানায় বিশেষ অভিযানে ১০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ জন মাদক ব্যবসায়ী ও ১টি পিকআপ গাড়ি আটক করা হয়েছে।
মঙ্গলবার ২৫ নভেম্বর ২০২৫ তারিখ রাত ১২:৫০টার দিকে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় চন্দনাইশ থানা এলাকায় চেকপোস্ট পরিচালনা করা হয়।
এসময় এসআই/ সাহিন আলম সঙ্গীয় ফোর্সসহ চন্দনাইশ থানাধীন চন্দনাইশ পৌরসভাস্থ ৮নং ওয়ার্ডের চট্টগ্রাম টু কক্সবাজার মহাসড়কের পাশে মক্কা ফিলিং স্টেশন সংলগ্ন মেসার্স আমিন মটরস্ শোরুমের সামনে চেকপোস্ট পরিচালনা করে পিকআপের ড্রাইভার ইমরান শেখ (৩১) ও তার সহযোগী মো: কিরন (৩০) এর হেফাজত হতে ১০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট ও পরিবহন কাজে ব্যবহৃত ১টি নীল হলুদ রংয়ের পিকআপ উদ্ধার পূর্বক ২৫/১১/২০২৫ইং তারিখ ২:৩০ ঘটিকার সময় জব্দ করেন।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে চন্দনাইশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।



