অন্যান্যচট্টগ্রাম বিভাগসংগঠন

ইউনিট ফর ইয়ং জার্নালিস্ট এর উদ্যোগে ডিজিটাল সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রতিনিধি :

২৫ নভেম্বর নারীর প্রতি প্রতিহিংসা দিবস উপলক্ষ্যে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার ও সংবর্ধনা এবং ডিজিটাল সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা ২৫ নভেম্বর মঙ্গলবার বিকেল তিনটায় মাসিক মানব জীবন, মানব জীবন ডট কম ও ইউনিটি ফর ইয়ং জার্নালিস্ট এর উদ্যোগে শাহবাগ জাতীয় জাদুঘর কবি সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কর্মশালা বিভিন্ন জেলা ও উপজেলার ৩০ জন সংবাদকর্মী অংশগ্রহণ করে। এছাড়াও অনুষ্ঠানে দেশের গণ্যমান্য ব্যক্তিদের মাঝে দেশ বরেণ্য সম্মাননা ২৫ ও আলোকিত নারী সম্মাননা ২৫ প্রদান করা হয়।

সংগঠনের উপদেষ্টা ও ঢাবির প্রাণিবিদ্যার বিভাগের অধ্যাপক ডক্টর হামিদা খানমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী, মুখ্য আলোচক একুশে পদক প্রাপ্ত নজরুল সংগীত শিল্পী অধ্যাপক ফেরদৌস আরা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা টিভির পরিচালক মীর শামস শান্তনু, ঢাকা ৭ আসনের এমপি পদপ্রার্থী হাজী মোহাম্মদ মনির হোসেন, জনপ্রিয় সংবাদ উপস্থাপক ফারজানা করিম ও লায়ন এম আলমগীর, গৃহ সুখন এর চেয়ারম্যান রীমা জুলফিকার।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি বাংলাদেশ টেলিভিশনের রিপোর্টার নাসির উদ্দিন, মানবজীবন ডট কম এর সম্পাদক ও সংগঠনের মহাসচিব ইমদাদুল হক তৈয়ব ও কোষাধক্ষ্য আর কে মন্ডল।
আলোচনা শেষে গুণীজন ও প্রশিক্ষনার্থীদের হাতে ক্রেস্ট, সার্টিফিকেট ও উত্তরীয় তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button