বাংলাদেশমিডিয়াসংগঠন

ডিমলায় অপুষ্টি শিশু অভিভাবককে পুষ্টিকর খাবার বিতরণ

মোঃমশিয়ার রহমান, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছচাপানী ইউনিয়নে ইউএসডিও অফিস চত্বরে ২৬ নভেম্বর(বুধবার)দুপুরে পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় ইউএসডিও বাস্তবায়নে
ঝুনাগাছচাপানী-১/২ শাখার ৩২ জন অপুষ্ট শিশুকে উচ্চ ক্যালরি সম্পন্ন পুষ্টিকর খাবার উপকরণ বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিমলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদুজ্জামান রাশেদ। উপস্থিত ছিলেন উপজেলা হেলথ ইন্সপেক্টর হায়দার আলী।আরো উপস্থিত ছিলেন ইএসডিও পিপিইপিপি ইইউ প্রকল্পের উত্তর পশ্চিমাঞ্চলের টেকনিক্যাল অফিসার মাহবুবুর রহমান, ইউএসডিও ঝুনাগাছচাপানী ১/২শাখার শাখা ব্যাবস্থাপক জাফর ইকবাল ও দিজেন পাল।
এছাড়াও উপস্থিত ছিলেন ইএসডিও পিপিইপিপি ইইউ প্রকল্পের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও উপকরণ ভোগী মহিলারা।
অর্থায়নে ও কারিগরি সহযোগিতায় ইউরোপিয়ান ইউনিয়ন ও পিকে এসএফ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button