অন্যান্যঅপরাধআইন ও বিচারচট্টগ্রামবাংলাদেশ

চট্টগ্রামে পৃথক অভিযানে দুই জেলা–মামলার পলাতক ডাকাত গ্রেফতার

এম এ মান্নান : র‌্যাব-৭ এর হাতে ধরা পড়লেন ডাকাত রিয়াদ ইয়াসার ভূইয়া ও মোহাম্মদ মামুন

চট্টগ্রামে র‌্যাব-৭ এর পৃথক দুটি অভিযানে নওগাঁ এবং যশোর জেলার ডাকাতি মামলার দুই পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গত ২৬ নভেম্বর ২০২৫ তারিখে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী এবং বন্দর থানায় পরিচালিত এ বিশেষ অভিযানে মোঃ রিয়াদ ইয়াসার ভূইয়া ও মোহাম্মদ মামুন নামে দুই সন্ধিগ্ধ পলাতক আসামি ধরা পড়ে।
বায়েজিদ এলাকায় নওগাঁর ডাকাতি মামলার আসামি গ্রেফতার
র‌্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—নওগাঁ জেলার মহাদেবপুর থানার ডাকাতি মামলা (মামলা নং-১১, তারিখ ১১ নভেম্বর ২০২৫, ধারা ৩৯৫/৩৯৭ পেনাল কোড ১৮৬০)-এর সন্ধিগ্ধ ও পলাতক আসামি মোঃ রিয়াদ ইয়াসার ভূইয়া চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় অবস্থান করছে।

সংবাদ পেয়ে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল ২৬ নভেম্বর বিকেল আনুমানিক ২:২০ ঘটিকায় বায়েজিদ থানাধীন অক্সিজেন মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ৩২ বছর বয়সী রিয়াদ ইয়াসার ভূইয়া, পিতা—জাহাঙ্গীর আলম ভূইয়া, সাং—চান্দলা গজারিয়া, থানা—ব্রাহ্মণপাড়া, জেলা—কুমিল্লা’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

বন্দর থানা এলাকায় যশোরের মামলার আসামি আটক
অপরদিকে, যশোর জেলার কৈশবপুর থানার ডাকাতি মামলা (মামলা নং-১৫, তারিখ ২৪ অক্টোবর ২০২৫, ধারা ৩৯৫/৩৯৭ পেনাল কোড ১৮৬০)-এর পলাতক আসামি মোহাম্মদ মামুন চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা এলাকায় অবস্থান করছে—এমন সংবাদ পেয়ে র‌্যাব-৭ ও র‌্যাব-১ এর যৌথ দল অভিযান পরিচালনা করে।
২৬ নভেম্বর বিকেল আনুমানিক ১৫:২০ ঘটিকায় ফকিরের টেক মোড় এলাকায় অভিযান চালিয়ে ৩৭ বছর বয়সী মোহাম্মদ মামুন, পিতা—দানা মিয়া, সাং—জুলধা, থানা—কর্ণফুলী, জেলা—চট্টগ্রাম’কে গ্রেফতার করা হয়।
আইনানুগ ব্যবস্থার জন্য থানা পুলিশের কাছে হস্তান্তর
র‌্যাব জানায়, গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে আদালতে চলমান ডাকাতি মামলার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button