অন্যান্যঅপরাধঅব্যাবস্থাপনা

গৌরনদী (বরিশাল) রাতের আঁধারে প্রাচীণ দুর্গা মন্দির ভাংচুর করে জমি দখল

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি :-এস এম নজরুল ইসলামসরকারি অনুদান নির্ভর প্রায় দেড়শ’ বছরের ঐতিহ্যবাহী একটি দুর্গা মন্দির রাতের আঁধারে ভেঙে জোরপূর্বক জমি দখলসহ মন্দিরের প্রতিমাগুলো পাশ্ববর্তী পালরদী নদীতে নিয়ে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি বরিশালের গৌরনদী পৌরসভার সুন্দরী মহল্লার।
ধর্মীয় স্থাপনা ভাঙচুর করে জমি দখলের ঘটনায় প্রতিপক্ষের ভাড়াটিয়া লোকজনের ভয়ে আতঙ্কিত ভুক্তভোগী পরিবারসহ ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের বাসিন্দারা কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না।


এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের পর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মন্দির ভাঙচুর করে জমি দখলের ঘটনায় ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে ধর্মীয় ঐতিহ্যের নির্মম অবমাননা দাবি করে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দরা তাদের প্রাচীণ এ ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষা করার জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button