ফাইল আটকে অর্থ আদায়, হয়রানি, কতিপয় কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: ফাইল আটকে অর্থ আদায়, হয়রানি, কতিপয় কর্মকর্তা – কর্মচারীর বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে জাতীয় গৃহায়ন কতৃপক্ষের খুলনা বিভাগীয় কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্মকর্তারা। গতকাল দুপুরে দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রফিকুল ইসলামের নেতৃত্বে খালিশপুরে অবস্থিত বিভাগীয় কার্যালয়ে এই অভিযান পরিচালনা করা হয়। দুদকের এই অভিযানে মিলেছে ফাইল আটকে রেখে সেবাগ্রহীতাদের হয়রানির প্রমান। এছাড়া অবৈধ ভাবে সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে চার কর্মকর্তা- কর্মচারীর ব্যক্তিগত ফাইল জব্দ করা হয়েছে। ফাইলগুলি অনুসন্ধানের পর পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে বলে জানিয়েছে দুদকের কর্মকর্তারা। দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রফিকুল ইসলাম বলেন, ” গৃহায়ণ অফিসে প্লট বরাদ্দ হস্তান্তর, পুন:নির্মাদনের আবেদনকারীকে হয়রানি করা হয় এমন অভিযোগ ছিল। একই সঙ্গে এসব ফাইলগুলো আটকে রেখে অতিরিক্ত টাকা দাবি করে। অভিযানকালে আমরা সেখানে ফাইলপত্র দেখেছি। ৫ জন গ্রাহকের নাম ছিল। আমরা সেগুলো দেখেছি। এরমধ্যে একটি ফাইল দেখলাম আড়াইমাস ধরে আবেদন পেন্ডিং রয়েছে। আমাদের কাছে সন্দেহের মনে হলে সঙ্গে সঙ্গে গ্রাহককে ফোন দিয়েছি। গ্রাহক স্বীকার করেছে অতিরিক্ত টাকা দাবি করেছে, সেটি না দিতে পারার কারনে ফাইলটি আটকে রেখেছে। অভিযোগে প্রাথমিক সত্যতা মিলেছে। তিনি আরো বলেন, ” গৃহায়ন অফিসের এডমিনিস্ট্রেটিভ অফিসারসহ চার কর্মকর্তা- কর্মচারীর বিরুদ্ধে সম্পদের অভিযোগ রয়েছে। সেই সংক্রান্ত রেকর্ডপত্র সংগ্রহ করেছি। তথ্য – প্রমান যাচাই – বাছাই করা হবে। এরপর উর্দ্ধতন কতৃপক্ষের নিকট রিপোর্ট পাঠানো হবে”।



