দেশনারায়ণগঞ্জমিডিয়ারাজনীতি

শীতলক্ষ্যা বাঁচাতে ৬ দফা অঙ্গীকার নিয়ে রূপগঞ্জে জামায়াত প্রার্থীর ৩ কি.মি র‍্যালি

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী রক্ষা, দূষণরোধ ও নাব্যতা ফিরিয়ে আনতে ছয় দফা সুনির্দিষ্ট অঙ্গীকার ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. আনোয়ার হোসেন মোল্লা। এই দাবি বাস্তবায়নের লক্ষ্যে শুক্রবার (২৮ নভেম্বর) সকালে ‘সেভ শীতলক্ষ্যা’ বা শীতলক্ষ্যা বাঁচাও স্লোগানে এক ব্যতিক্রমী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

শুক্রবার সকালে উপজেলার মুড়াপাড়া কলেজ প্রাঙ্গণ থেকে ‘রান উইথ আনোয়ার হোসেন মোল্লা টু সেভ শীতলক্ষ্যা’ ব্যানারে র‍্যালিটি শুরু হয়। এতে নেতৃত্ব দেন প্রার্থী নিজে। প্রায় তিন কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি হাটাব বাজারে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান।

সভাপতির বক্তব্যে আনোয়ার হোসেন মোল্লা শীতলক্ষ্যাকে এই অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও অর্থনীতির প্রাণশক্তি হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “দুঃখজনক হলেও সত্য, দখল ও দূষণে নদীটি আজ মৃতপ্রায়। আপনারা যদি আমাকে সেবকের দায়িত্ব দেন, তবে শীতলক্ষ্যা রক্ষায় আমি ছয়টি দৃশ্যমান পদক্ষেপ নেব।”

আনোয়ার হোসেন মোল্লার ঘোষিত ৬ দফা অঙ্গীকারগুলো হলো:
১. নদী দখলদারদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ।
২. নদীর দুই তীরে সবুজ বেষ্টনী বা বনায়ন তৈরি।
৩. নদীর পানি দূষণমুক্ত রাখা ও বর্জ্য নিয়ন্ত্রণ।
৪. নদীর পাড়ে আধুনিক ওয়াকওয়ে, লাইটিং ও বিনোদন কেন্দ্র স্থাপন।
৫. পরিবেশবান্ধব নৌ-পরিবহন ব্যবস্থার প্রবর্তন।
৬. নদীকেন্দ্রীক নতুন কর্মসংস্থান সৃষ্টি।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, “শীতলক্ষ্যাকে কেন্দ্র করেই নারায়ণগঞ্জে শিল্পবিপ্লব ঘটেছিল। কিন্তু বিগত দিনের অসৎ, দুর্নীতিবাজ নেতৃত্ব এবং সুবিধাবাদী ব্যবসায়ীদের আগ্রাসনে এই নদীর স্বচ্ছ পানি ও নাব্যতা হারিয়ে গেছে। আগামীর বাংলাদেশ হবে সৎ নেতৃত্বের। আসুন, আমরা শুধু শীতলক্ষ্যা নয়, পুরো বাংলাদেশকে নতুন করে গড়ার শপথ নেই।”

র‍্যালি ও সমাবেশে জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন—জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী খাঁন, জেলা আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইসরাফিল, জেলা ছাত্রশিবির সভাপতি আকরাম হোসেন, রূপগঞ্জ উত্তর ও পশ্চিম আমীর আবদুল মজিদ, মাওলানা ফারুক আহমাদ, আনিসুর রহমান, খাইরুল ইসলাম ও মোহাম্মদ হানিফ ভূঁঞা প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button