
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বাকলিয়ায় ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন হত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাকলিয়া থানা সেচ্ছাসেবক দল। অকাল প্রয়াত তরুণ নেতার স্মৃতিচারণে শোকের ভার ও ক্ষোভের সুর মিশে ছিল পুরো আয়োজন জুড়ে। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং ঘটনাকে ঘিরে কিছু অনলাইন গণমাধ্যমে ‘অসত্য ও মনগড়া’ তথ্য পরিবেশনের প্রতিবাদে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকেলে মিয়াখান নগরের মিয়া সওদাগরের পুল এলাকা থেকে মিছিলটি যাত্রা শুরু করে। অগ্নিমেঘের মতো ক্ষুব্ধ স্লোগানে পথ অতিক্রম করে মিছিলটি লালদিঘি মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
বক্তারা বলেন, সাজ্জাদ হোসেন হত্যাকাণ্ড কোনো আকস্মিক ঘটনা নয়—বরং পূর্বপরিকল্পিত নিষ্ঠুরতার বহিঃপ্রকাশ। হত্যাকারীরা ধরা-ছোঁয়ার বাইরে থাকায় স্থানীয় নেতাকর্মীদের মনে ক্ষত আরও গভীরতর হচ্ছে। তাঁরা দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি পুনর্ব্যক্ত করেন।
এসময় কিছু অনলাইন পোর্টালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, নগর বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেনকে জড়িয়ে ‘অসত্য, অসংগত এবং উদ্দেশ্যপ্রণোদিত’ সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ জানান নেতারা। তাঁদের ভাষায়— “রাজনীতির পরিচ্ছন্ন পরিক্রমাকে কলুষিত করতে একদল লোক বিভ্রান্তির বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে দিচ্ছে।”
‘চরিত্রহননের চক্রান্ত’
সমাবেশে বক্তারা আরও বলেন, শহরের রাজনীতিতে সৌম্য ও সুনামের প্রতীক ডা. শাহাদাত হোসেনের ভাবমূর্তি নষ্ট করার লক্ষ্যে একটি মহল অপতৎপরতায় লিপ্ত হয়েছে। ভুঁইফোড় অনলাইন মাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো এসব অপপ্রচার রাজনৈতিক বিভাজন সৃষ্টি করে এবং হত্যাকাণ্ডের তদন্তকেও অন্ধকারে ঢেকে দিতে চায়।
তাঁরা অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান এবং বলেন— “অন্যায়ের অন্ধকার যতই ঘন হোক, সত্যের আলোকরশ্মি তা একদিন ভেদ করবেই।”
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন— বাকলিয়া থানা সেচ্ছাসেবক দল মোঃ দুলাল (আহবায়ক), শামীম (সদস্য সচিব), জামসেদ, দেলোয়ার, সালাউদ্দিন, ইসমাইল (যুগ্ম আহবায়ক), সবুজ, ওসমান, এসকান্দর, মহরম আলী ও জহির কন্ট্রাক্টর।
ওয়ার্ড সেচ্ছাসেবক দল নাহিদুর রহমান হিরা (আহবায়ক, ১৯ নং ওয়ার্ড), সাঈদ (সিনিয়র যুগ্ম আহবায়ক), শাকিল, ইসমাইল (যুগ্ম আহবায়ক), মাসুদ (১৭ নং ওয়ার্ড), সুমন ভুঁইয়া (সিনিয়র যুগ্ম আহবায়ক, ১৮ নং ওয়ার্ড), ইমন (যুগ্ম আহবায়ক)।
এ ছাড়া মোঃ জুনায়েত, আয়মান, আকরাম হোসেন, জহির, নবী, হাকিমসহ বিভিন্ন ওয়ার্ডের শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দ্রুত বিচার ও দায়িত্বশীল গণমাধ্যমের আহ্বান
সমাবেশ শেষে নেতারা বলেন, হত্যা মামলার বিচার বিলম্বিত হলে আন্দোলন আরও শক্ত ও সংগঠিত হবে। একই সঙ্গে তাঁরা দায়িত্বশীল সাংবাদিকতার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন— “সংবাদ পরিবেশনের নামে যদি অসত্যের বীজ বোনা হয়, তবে সেই বীজ সমাজে সন্দেহ আর বিদ্বেষের গাছ হয়ে দাঁড়ায়—এ দায় কোনো গণমাধ্যমের হওয়া উচিত নয়।”
তাঁরা সত্য প্রতিষ্ঠা ও অপপ্রচার বন্ধের দাবি জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।



