
নিজস্ব প্রতিবেদক: দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা এমদাদুল হক বাদশার, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে চট্টগ্রাম মহানগর যুবদল। শনিবার (২৯ নভেম্বর) বিকেলে চকবাজার, বাকলিয়া ও কোতোয়ালী থানার যৌথ উদ্যোগে ডিসি রোডস্থ ফালাহ গাজি জামে মসজিদে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা। তিনি বলেন— গণতন্ত্র পুনরুদ্ধারের এই সংকটময় সময়টিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা জাতির জন্য অত্যন্ত জরুরি। আমরা মহান আল্লাহর কাছে তাঁর দ্রুত রোগমুক্তি কামনা করছি এবং দেশবাসীর কাছে বিশেষ দোয়া প্রার্থনা করছি।

দোয়া ও মিলাদ পরিচালনা করেন মাওলানা ক্বারী মোহাম্মদ ফরিদ উদ্দিন। উপস্থিত ছিলেন মাওলানা আবুল কাশেমসহ স্থানীয় ইমাম ও ধর্মীয় ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশ-জাতির গণতান্ত্রিক অধিকার রক্ষায় আজীবন লড়াই করেছেন। তাঁর সুস্থতার জন্য শুধু রাজনৈতিক কর্মী নন, সাধারণ মানুষও আজ প্রার্থনায় একত্রিত হচ্ছেন।
উক্ত মাহফিলে আরো উপস্থিত ছিলেন নাসির উদ্দিন চৌধুরীর নাছিম, মোঃ কামাল উদ্দিন, জিয়াউল হক মিন্টু, মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ ইদ্রিস সবুজ, শেখ কামাল আলম, মোঃ জসিম উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন জিতু, সালাউদ্দিন বাসু, সাব্বির ইসলাম ফারুক, মোহাম্মদ সেলিম, আব্দুল জলিল, রোকনুদ্দৌলা, মনসুর সওদাগর, ইয়াকুব খান, জাবেদুল হক, সাদ্দামুল হক সাদ্দাম, মোঃ রহিম মিনু, মোহাম্মদ মিজান, মোহাম্মদ সাইফুল্লাহ, শহিদুল করিম শহীদ, শওকত খান দুলাল, মোহাম্মদ ফরিদ, সানাউল কাদের সানি, মোহাম্মদ মামুন, আব্দুর রশিদ, নাদিম নুরুন্নবী, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ জাবেদ, ইমাম উদ্দিন, মোঃ হিরো, রাজু আহমেদ, মোহাম্মদ ফাহিম, রিয়াজ শিকদার, মোহাম্মদ জহিরসহ যুবদলের বিভিন্ন ইউনিট এবং ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় নেতারা সম্মিলিতভাবে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, শারীরিক সুস্থতা এবং দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য দোয়া করেন।



