অপরাধএক্সক্লুসিভঢাকাদুর্নীতিদেশপ্রশাসনমিডিয়া

ডিএনসিসি প্রশাসক এজাজের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান: অভিযোগ ক্ষমতার অপব্যবহার ও ঘুষ গ্রহণ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ এবং নানাবিধ অনিয়ম-দুর্নীতির গুরুতর অভিযোগ উঠেছে। এসব অভিযোগ আমলে নিয়ে তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে এই অনুসন্ধানের বিষয়টি নিশ্চিত করা হয়।

দুদক সূত্রে জানা গেছে, প্রশাসকের বিরুদ্ধে আসা অভিযোগগুলো প্রাথমিক যাচাই-বাছাই শেষে কমিশন তা অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দুদকের তদন্ত-১ শাখার মহাপরিচালককে নির্দেশনা দেওয়া হয়েছে। সংস্থাটির পরিচালক ঈশিতা রনি স্বাক্ষরিত এক দাপ্তরিক চিঠির মাধ্যমে অনুসন্ধান শুরুর বিষয়টি অবহিত করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই কমিশন এই কঠোর পদক্ষেপ নিয়েছে। শিগগিরই একজন অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করে তদন্ত কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

উল্লেখ্য, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন সরকারের এক আদেশে মোহাম্মদ এজাজকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এক বছর মেয়াদে দায়িত্ব পাওয়ার কয়েকমাসের মধ্যেই তার বিরুদ্ধে দুর্নীতির এই অনুসন্ধান শুরু হলো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button