অন্যান্যঅপরাধআইন ও বিচারআইন, ও বিচারচট্টগ্রামচট্টগ্রাম বিভাগবাংলাদেশ

অলংকার শপিং কমপ্লেক্সে ডিবি’র বিশেষ অভিযান

মুহাম্মদ জুবাইর:চোরাই ১১ মোবাইল, ৩ ল্যাপটপ ও আইএমইআই পরিবর্তনের ডিভাইসসহ তিনজন গ্রেপ্তারচট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর–দক্ষিণ) বিভাগের বিশেষ অভিযানে চোরাই মোবাইল ফোনের সক্রিয় চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ১১টি চোরাই মোবাইল ফোন, ৩টি ল্যাপটপ এবং আইএমইআই নম্বর পরিবর্তন ও লক খোলার কাজে ব্যবহৃত ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়।

শুক্রবার (২৯ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় পাহাড়তলী থানাধীন অলংকার শপিং কমপ্লেক্স এলাকায় ডিবি টিম-০৪ এ অভিযান পরিচালনা করে।অভিযানটি পরিচালনা করেন মহানগর গোয়েন্দা (উত্তর–দক্ষিণ) বিভাগের টিম-০৪ এর এসআই (নি.) মোঃ ইকবাল হোসেন। সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ তিনি নিখুঁত তথ্যের ভিত্তিতে কমপ্লেক্সের ভেতরে একাধিক দোকানে তল্লাশি চালান। অভিযানের সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— ১. মোঃ ইউনুছ (৪০), পিতা মৃত দ্বীন মোহাম্মদ, সাং—বিশ্ব কলোনী, সেভেন মার্কেট, বি-ব্লক, থানা আকবরশাহ; ২. মোঃ সেলিম হোসেন (২৭), পিতা মোঃ বেলাল হোসেন, সাং—বামভূইয়া পাড়া, দুলখা ইউপি, থানা নাঙ্গলকোট, কুমিল্লা; বর্তমানে বিশ্ব কলোনী, জি-ব্লক, আকবরশাহ; ৩. রুপক রায় (৩৭), পিতা মৃত সুজিত কুমার রায়, সাং—ধুরুম, বারিহাট, ফটিকছড়ি, চট্টগ্রাম; বর্তমানে এফ-ব্লক, জসিম মার্কেট, আকবরশাহ।
গোয়েন্দা সূত্র জানায়, গ্রেপ্তার তিনজন দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে চোরাই মোবাইল সংগ্রহ, ক্রয়–বিক্রয় এবং সফটওয়্যারের মাধ্যমে আইএমইআই পরিবর্তন ও লক খোলার কাজ করে আসছিল।

তারা চোরাই মোবাইলের আসল পরিচয় মুছে ফেলে নতুন পরিচয়ে বাজারজাত করত—যা সংগঠিত চোরাইমাল চক্রের একটি গুরুত্বপূর্ণ ধাপ।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা আইএমইআই নম্বর পরিবর্তনসহ অবৈধ প্রযুক্তিগত কারসাজির বিষয়টি স্বীকার করেছে বলে গোয়েন্দা কর্মকর্তারা নিশ্চিত করেছেন।ডিবি জানায়, এ চক্রটির বিরুদ্ধে আগেও আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছিল। গ্রেপ্তার মোঃ ইউনুছের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। অন্যদিকে মোঃ সেলিমের বিরুদ্ধে চোরাইমাল ক্রয়–বিক্রয়ের অভিযোগে দায়ের করা একটি মামলা আদালতে বিচারাধীন।

অভিযান-পরবর্তী আনুষ্ঠানিক কার্যক্রম শেষে পাহাড়তলী থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে। গোয়েন্দা বিভাগ বলছে, চোরাই মোবাইল ফোন কেনাবেচার এই অবৈধ বাজার দমনে আরও অভিযান পরিচালনার প্রস্তুতি রয়েছে।

নগরীর ইলেকট্রনিক্স মার্কেটগুলোতে চোরাই মোবাইলের অবাধ প্রবাহ বন্ধ করতে ডিবি ভবিষ্যতে প্রযুক্তিনির্ভর নজরদারি আরও শক্তিশালী করার কথা জানিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button