
সিলেট ব্যুরো প্রধান :সিলেট সিটি কর্পোরেশন ৩৪, ৩৫ নং ওয়ার্ড এলাকা দিন শাহ পরান থানা আওতাভুক্ত খাদিম নগর মৌজা জে এল নং ৭১এর অন্তর্ভুক্ত দেব পুর মৌজা জে এল নং ৯৬৮১, এর অধীনে প্রকাশিত খাদিম চা বাগান সরকারী খাস জমি, বহর মৌজা জে এল নং ৭0 এর ১৪২,২০০১, দাগ সহ অন্যান্য দাগ খাস ভূমি বাকি, খাদিম চা বাগানের জায়গা জবর দখল করে নিয়েছে ১১৪২,১১৫৫,১১৪০, অন্যান্য দাগ চা বাগানের ভূমি আওয়ামীলীগ সরকার পতনের পর খুব বেশি জবর দখল করে নিচ্ছে।
দখল ইস্টাম মাধ্যমে বেসা বিক্রি হচ্ছে অনুমোদন ছাড়া পাহাড় বন টিলা চা বাগান লয়েক পতিত জঙ্গল সাইল চারা ছড়া নালা খাল গোপাট সহ পতিত সাইল রকম ভৃমি উজাড় করে দিতেছে ইস্টাম মাধ্যমে বেচা কেনা চলছে অবৈধ ভাবে এতে জড়িত রয়েছে প্রভাবশালী চক্র বিভিন্ন দলের নেতারা বিভিন্ন স্থানের মানুষ, সাবেক আওয়ামীলীগ নেতারা জবরদখল করে বিক্রয় করে এখন ০৫ আগস্টের পর মহা উৎসব চলছে এতে উচ্ছেদ অভিযান পরিচালনা করে কয়েকটি ঘর উচ্ছেদ করা হয়েছে বাকি ০৫ আগস্টের মধ্যে বহর কলনীর ভেতর শেষ পুকুর পাড়ে শেষ উপর পাশে অনুমোদন ছাড়া ১৫ টি ঘর তৈরি করা হয় ইস্টাম মাধ্যমে ও পুকুরের মধ্যে কয়েকটি ঘর তৈরি করা হয়েছে।
আক্কাস আলী চৌকিদার দখলীয় এরিয়ায় আরো অনেক ঘর তৈরি করা হয়েছে এবং চাঁন পুরী বস্তি এলাকার ভেতরে শেষ ০৯ নং উপজাতি কুলি বস্তি এলাকার পচচীম উত্তর মোহাম্মদপুর ফাতেমা নগর বানিয়ে দখল চলছে জজের এরিয়ায় পাশে,, এবং অনুমোদন ছাড়া বহর কলনীর ভেতর জবর দখল চলছে খাদিম চা বাগানের জায়গা এতে বাগান কর্তৃপক্ষ লিজ গ্রিহিতা নিনা আফজাল রশিদ ইন্ডাস্ট্রি লিমিটেড ব্যবস্থা উনার ম্যানেজার আতিকুর রহমান আতিক সহ তাদের সহযোগী হিসেবে পরিচিত।
চৌকিদার গং নিষেধ বাধা দিলে উল্টো সংঘর্ষ করে সাইনবোর্ড লাগিয়ে দেওয়া পেলে দেয় ভয় ভীতি প্রদর্শন করে হামলা মামলার ভয় ভীতি হুমকি গুম খুন সহ বিভিন্ন ধরনের গালিগালাজ করে এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে এতে সিলেট জেলা প্রশাসক এসিলেন্ট ইউএনও তফসিল পরিবেশ মহোদয় সুদৃষ্টি কামনা চেয়ে বাগান লিজ গ্রহীতা উনার ম্যানেজার বিশেষ ভাবে অনুরোধ করে যে উচ্ছেদ অভিযান পরিচালনা অব্যাহত রাখার জন্য ৫ আগস্টের পর ।
সিলেট জেলা প্রশাসক প্রশাসন মহোদয় বরাবর সুদৃষ্টি কামনা করছি, এবং অন্যান্য এরিয়ায় বিশেষ করে বহর কলনীর ভেতর শেষ পুকুর পাড়ে উপর পাশে বহর পচচীম উত্তর শেষ পর্যন্ত সহ অন্যান্য এরিয়ায় অভিযোগ অভিযান পরিচালনা করার জন্য বিনীত অনুরোধ রইলো এদের বিরুদ্ধে তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য বিনীত অনুরোধ রইলো এভাবে অভিযান থেমে গেলে আবারো জবর দখল চলবে এবং অনুমোদন ছাড়া চলছে।
সরকারী খাস জমি বন্দোবস্ত লিজ দেওয়া চা বাগানের জায়গা ইস্টাম মাধ্যমে বেসা বিক্রি হচ্ছে অবিরাম এতে সিলেট জেলা প্রশাসক এসিলেন্ট ইউএনও তফসিল পরিবেশ পুলিশ কর্মকর্তা গং দের প্রতি আহ্বান রইলো অভিযান পরিচালনা ০৫ আগস্টের পর যে যেভাবে জবর দখল করে তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ রইলো।



