কোম্পানীগঞ্জ সিলেট: বিদেশি কোনো শক্তির ইশারায় নয়, বরং জনগণের অভিপ্রায় অনুযায়ী বাংলাদেশের রাজনৈতিক গতিপথ নির্ধারিত হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন, “লন্ডনের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না।”
শনিবার (২৯ নভেম্বর) দুপুরে সিলেটের কোম্পানীগঞ্জে আয়োজিত এক বিশাল ছাত্র ও যুব সমাবেশে তিনি এ কথা বলেন। সমাবেশে তিনি দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।
ভিপি সাদিক কায়েম বলেন, “নতুন বাংলাদেশে পুরনো ফ্যাসিবাদী কাঠামোর কোনো ঠাঁই হবে না। এই দেশ হবে সাধারণ জনগণের। তথাকথিত ‘বস্তাপচা’ রাজনীতির দিন শেষ হয়ে গেছে। এরপরেও কেউ যদি দেশকে পুনরায় ফ্যাসিবাদের দিকে ঠেলে দিতে চায়, তবে তাদের পরিণতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়েও ভয়াবহ হবে।” তিনি বিদেশনির্ভর রাজনীতির সমালোচনা করে গণতান্ত্রিক চর্চা ও জনগণের ইচ্ছাকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থী জয়নাল আবেদীন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুর রহমান এবং সঞ্চালনা করেন উপজেলা পেশাজীবী পরিষদের সভাপতি শফিকুল ইসলাম।
সমাবেশ শেষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাশুক উদ্দিন, সিলেট মহানগর ছাত্রশিবিরের সভাপতি শাহীন আহমদ, জেলা পশ্চিমের সভাপতি জুবায়ের আহমদ ও সেক্রেটারি তোফায়েল আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুব জামায়াতের সভাপতি ইকবাল হোসেন ইমাদ এবং ছাত্রশিবিরের সভাপতি মইনুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।



