অন্যান্যবাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জে শিশু শিক্ষা নিকেতনের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

 চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :চাঁপাইনবাবগঞ্জে স্বনামধন্য বেসরকারি শিশু শিক্ষা নিকেতন বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়। নবাবগঞ্জ সরকারি কলেজের এন. এম. খান অডিটোরিয়ামে গতকার (২৯ নভেম্বর) শনিবার সকাল ১০ ঘটিকায়  শিশু শিক্ষা নিকেতনের আয়োজনে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান–২০২৫ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার, চাঁপাইনবাবগঞ্জ সদর। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিশু শিক্ষা নিকেতনের সিনিয়র সহ-সভাপতি জনাব মোঃ আব্দুল হান্নান হানু। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন শিশু শিক্ষা নিকেতন প্রতিষ্ঠানের সম্মানিত সম্পাদক মোঃ মেজবাউল জাকের, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মোঃ আনিসুর রহমান। অনুষ্ঠানে চার শতাধিক শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথির উপস্থিতিতে অডিটোরিয়ামটি আনন্দ ও উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে। বিভিন্ন বিষয়ে ১০টিরও বেশি ইভেন্টে অংশগ্রহণকারী ২১৯ জন শিক্ষার্থীর হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়।প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক ও নৈতিক বিকাশে শিশু শিক্ষা নিকেতন যে নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে, আজকের এই আয়োজন তারই উৎকৃষ্ট উদাহরণ।শিক্ষার্থীদের পরিবেশিত মনোমুগ্ধকর গান, নৃত্য ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button