কক্সবাজারে পাচারের আগেই অস্ত্রসহ কারবারি আটক
নিজস্ব প্রতিবেদক: যশোরে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদকসহ লিটন গাজী (৪০) নামের এক অস্ত্র কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার গভীর রাতে সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের মধুগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার শোবার ঘরের বক্সখাটের ভেতর থেকে পাঁচটি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগজিন, ৫০ রাউন্ড গুলি ও সাড়ে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ জানায়, জব্দকৃত অস্ত্রগুলো ৭.৬৫ বোরের বিদেশি পিস্তল। এই অস্ত্রের চালানটি কক্সবাজারে পাচারের জন্য মজুদ করা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
আটক লিটন গাজী যশোর সদর উপজেলার সুজালপুর গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে তিনি মধুগ্রাম এলাকায় বসবাস করছিলেন। তার বাবার নাম নুর ইসলাম গাজী।
অভিযানের বিষয়ে যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক ভূঁইয়া জানান, গোপন তথ্যের ভিত্তিতে ডিবির উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেনের নেতৃত্বে একটি চৌকস দল লিটন গাজীর বাড়িতে হানা দেয়। ব্যাপক তল্লাশির একপর্যায়ে ঘরের বক্সখাটের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় অস্ত্র ও মাদকগুলো জব্দ করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে লিটন গাজী স্বীকার করেছেন যে তিনি দীর্ঘ দিন ধরে অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। উদ্ধারকৃত পিস্তল ও গুলি কক্সবাজারে পাঠানোর প্রস্তুতি চলছিল। এর আগেও তিনি কক্সবাজারে অস্ত্রের একাধিক চালান সফলভাবে পাঠিয়েছেন বলে তথ্য দিয়েছেন।
এই অবৈধ অস্ত্র ব্যবসার নেটওয়ার্কে লিটনের সঙ্গে আর কারা জড়িত এবং অস্ত্রের উৎস কী—তা খুঁজে বের করতে তাকে আরও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় অস্ত্র ও মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



