চট্টগ্রামমিডিয়ারাজনীতি

১৫ নং বাগমনিরাম ওয়ার্ড যুবদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর কাজির দেওয়ানী কাঁচা বাজার সংলগ্ন বায়তুর মামুর সৈয়দ রহমান শাহ (রাঃ) জামে মসজিদে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ আসর ১৫ নং বাগমনিরাম ওয়ার্ড যুবদলের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন। তিনি বলেন, “আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ। দেশের মানুষের দোয়া ও ভালোবাসায় তিনি বহুবার বিপদমুক্ত হয়েছেন। আমরা আশা করি, আল্লাহর রহমতে এবারও তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।”

তিনি আরও বলেন, “নির্বাচনের প্রাক্কালে ও দেশের কঠিন রাজনৈতিক পরিস্থিতিতে দেশনেত্রীর উপস্থিতি অত্যন্ত প্রয়োজন। স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তিনি বহু ত্যাগ স্বীকার করেছেন। তাঁর অবদান দেশের ইতিহাসে অমলিন হয়ে থাকবে। খুব শিগগিরই তিনি সুস্থ হয়ে রাজনীতির অঙ্গনে ফিরে আসবেন এবং আগামী নির্বাচনে ধানের শীষের প্রতীকে অংশগ্রহণ করবেন।”

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন—শাহ আলম, রফিক সর্দার, বেলায়েত হোসেন, মোহাম্মদ ইসহাক, আবু ফয়েজ, মো. নাছির, মো. আলাউদ্দিন, মো. ইদ্রিস, জামাল হোসেন, ওয়াইদুল হক, মো. সাজ্জাদ, আবুল হোসেন, জাহাঙ্গীর, সালাউদ্দিন, রিপন, আলাউদ্দিন, মামুন রাজীবসহ যুবদল ও স্থানীয় নেতাকর্মীরা।

দোয়া মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button