চট্টগ্রামের বিসিক শিল্প বাণিজ্য এলাকায় প্রকাশ্যে চাঁদাবাজি — সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা (পর্ব-১)
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন বিসিক শিল্প ও বাণিজ্য এলাকাটি এখন চাঁদাবাজ চক্রের অভয়ারণ্যে পরিণত হয়েছে। পরিবহন সেক্টরকে জিম্মি করে এখানে চলছে বেপরোয়া চাঁদাবাজি। স্থানীয়দের অভিযোগ, কতিপয় অসাধু পুলিশ সদস্য, নামধারী ভুয়া সাংবাদিক এবং বিএনপি নেতা পরিচয়দানকারী একটি সিন্ডিকেট প্রতিদিন লাখ লাখ টাকা চাঁদা আদায় করছে। এই অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে উল্টো তোপের মুখে পড়ছেন মূলধারার সাংবাদিকরা।
সরেজমিনে দেখা যায়, বিসিক এলাকার প্রধান সড়কের দুই পাশ দখল করে অবৈধভাবে শত শত ট্রাক ও পণ্যবাহী গাড়ি পার্কিং করে রাখা হয়েছে। এতে তীব্র যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হলেও, এই অবৈধ পার্কিংই চাঁদাবাজ চক্রের আয়ের মূল উৎস। চালকদের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে এই চক্রের হাতে জিম্মি থাকলেও ভয়ে কেউ মুখ খুলতে চান না।
সম্প্রতি এই নৈরাজ্যের সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের কাজে সরাসরি বাধা প্রদান করা হয়। অভিযোগের তীর আব্দুল রহিম নামের এক ব্যক্তির দিকে, যিনি এই চাঁদাবাজ সিন্ডিকেটের অন্যতম হোতা হিসেবে পরিচিত।
সাংবাদিকরা আব্দুল রহিমের মুখোমুখি হলে তিনি শুরুতে দম্ভভরে নিজের অপকর্মের কথা স্বীকার করেন। তিনি বলেন, “ভাইয়া, আপনার সব কথাই ঠিক আছে… আমি এক জায়গায় চাঁদাবাজি করি।” তবে সংবাদ সংগ্রহের বিষয়টি টের পেয়ে এবং পরিস্থিতি বেগতিক দেখে তিনি পরবর্তীতে সাংবাদিকদের সঙ্গে বিষয়টি রফাদফা করার জন্য মরিয়া হয়ে ওঠেন।
স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহলের দাবি, দীর্ঘদিন ধরে চলা এই চাঁদাবাজি এবং সন্ত্রাসীদের দৌরাত্ম্যে বিসিক এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। তারা অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।



