নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ির একটি বড় চালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (৩০ নভেম্বর) ভোরে ময়নামতি ক্যান্টনমেন্ট বাজার এলাকা থেকে একটি কাভার্ডভ্যানসহ এসব শাড়ি জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা।
বিজিবি ১০ ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনের নিয়মিত অভিযানের অংশ হিসেবে রবিবার ভোর সাড়ে ৫টার দিকে এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) একটি বিশেষ টহল দল আদর্শ সদর উপজেলার ময়নামতি ক্যান্টনমেন্ট বাজার এলাকায় অবস্থান নেয়। এ সময় সীমান্তের প্রায় ৮ কিলোমিটার ভেতরে বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় একটি কাভার্ডভ্যান আটক করা হয়। পরে গাড়িটি তল্লাশি করে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, জব্দকৃত শাড়ি ও কাভার্ডভ্যানের সর্বমোট সিজার মূল্য ধরা হয়েছে ১ কোটি ৩৮ লাখ ৪১ হাজার টাকা।
এ বিষয়ে কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক কর্নেল মীর আলী এজাজ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “জব্দকৃত চোরাচালানের মালামাল বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্ত দিয়ে সব ধরনের অবৈধ মালামাল প্রবেশ রোধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”



