চাঁদপুরে ‘ওয়ান মিনিট’ মিষ্টির শিরায় পোকা ও সিগারেটের অংশ, তিন প্রতিষ্ঠানকে জরিমানা
মো: রাজন পাটওয়ারী, জেলা প্রতিনিধি চাঁদপুর: চাঁদপুর শহরের প্রেসক্লাব সড়ক এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলার সুপরিচিত মিষ্টি প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘ওয়ান মিনিট’-এর মিষ্টির শিরায় পোকা ও সিগারেটের অংশ পাওয়া গেলে প্রতিষ্ঠানটিকে তাৎক্ষণিক জরিমানা করা হয়।
সোমবার (১ ডিসেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান বিষয়ে তিনি জানান,
মিষ্টির শিরায় পোকা ও সিগারেটের অংশ পাওয়া যাওয়ায় ‘ওয়ান মিনিট’ মিষ্টির মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ফিজিসিয়ান স্যাম্পল ও অনুমোদনহীন কাশের চকলেট বিক্রি করায় ইউনিক ফার্মাকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তার অভিযোগের ভিত্তিতে আমদানিকারকের স্টিকারবিহীন বিদেশি পণ্য বিক্রির অপরাধে রেড রোজ কসমেটিকসকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, অভিযুক্ত তিন প্রতিষ্ঠানই ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করেছে। পাশাপাশি নিয়মিত নজরদারির অংশ হিসেবে আশপাশের আরও বিভিন্ন দোকান পরিদর্শন করা হয় এবং ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বাড়াতে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।
অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সহযোগিতা করে। কর্মকর্তার ভাষ্য, ভোক্তা নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।



