বরিশালমিডিয়ারাজনীতি

গৌরনদীতে যুবদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ধারাবাহিক দোয়া মাহফিল অনুষ্ঠিত

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি এস এম নজরুল ইসলাম: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গৌরনদী উপজেলা শাখার আয়োজনে বিএনপি চেয়ারপারসন ও মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সোমবার বাদ আছর থেকে সন্ধ্যা পর্যন্ত দুটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজনৈতিক অঙ্গনে দোয়া কর্মসূচি ঘিরে এলাকায় দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

প্রথম দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয় গৌরনদী বাসস্ট্যান্ডে অবস্থিত উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের কার্যালয়ে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বরিশাল জেলা উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহানুর রহমান সোহাগ। দোয়া পরিচালনা করেন সরকারি গৌরনদী কলেজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা মহিউদ্দিন খান।

এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী পৌর যুবদলের সদস্য সচিব জাকির হোসেন বাচ্চু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরদার নাসির উদ্দিন, উপজেলা যুবনেতা মোঃ জসিম শরীফ, গৌরনদী পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদল নেতা মোঃ রিয়াজ ভুইয়া এবং উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব ফুয়াদ হোসেন এনি। দোয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ও

গৌরনদী উপজেলার গয়নাঘাটা ব্রিজ সংলগ্ন আল আমিন ইয়াতীমখানায় গৌরনদী পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে একই উদ্দেশ্যে আরেকটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন উপজেলা ও পৌর বিএনপি এবং নেতাকর্মীরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, গৌরনদী পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ জাকির শরীফ, বিএনপি নেতা মোঃ শহিদুল ইসলাম শহিদ, সাবেক পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আল আমিন, গৌরনদী পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ হারুন অর রশিদ, মোঃ ফরাদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আয়োজিত দোয়া অনুষ্ঠানে দেশের গণতন্ত্রকামী মানুষের আদর্শ ও অনুপ্রেরণার প্রতীক বেগমগৌরনদী উপজেলার গয়নাঘাটা ব্রিজ সংলগ্ন আল আমিন ইয়াতীমখানায় গৌরনদী পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে একই উদ্দেশ্যে আরেকটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন উপজেলা ও পৌর বিএনপি এবং নেতাকর্মীরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, গৌরনদী পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ জাকির শরীফ, বিএনপি নেতা মোঃ শহিদুল ইসলাম শহিদ, সাবেক পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আল আমিন, গৌরনদী পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ হারুন অর রশিদ, মোঃ ফরাদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আয়োজিত দোয়া অনুষ্ঠানে দেশের গণতন্ত্রকামী মানুষের আদর্শ ও অনুপ্রেরণার প্রতীক বেগম খালেদা জিয়ার সুস্থতা আজ দেশের রাজনৈতিক অঙ্গনের বড় প্রত্যাশা। তারা তাঁর দ্রুত আরোগ্য কামনা করে আল্লাহর দরবারে প্রার্থনা জানান দুটি দোয়া মাহফিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং এতে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকনেতাকর্মীরা বিপুল সংখ্যায় অংশগ্রহণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button