মাদক মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব -০৭

এম এ মান্নান : ফেনী জেলার ফুলগাজী থানার মাদক মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ শিপন’কে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রামর্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ফেনী জেলার ফুলগাজী থানায় মামলা নং-১৪, তারিখঃ-২৪ সেপ্টেম্বর ২০১৯ ইং, ধারাঃ- ৩৬(১) এর সারনি ১০(ক)/৪০, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ ইং মামলার ০২ (দুই) বছরের সশ্রম কারাদণ্ড সহ ১০,০০০/- টাকা অর্থদন্ড ও অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ শিপন ফেনী জেলার ফুলগাজী থানাধীন পুরাতন মুন্সিরহাট বাজার এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ০২ ডিসেম্বর ২০২৫ইং তারিখ আনুমানিক রাত্রি ১৯৫০ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্নিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মোঃ শিপন (৩১), পিতা-মৃত দুলাল মিয়া, সাং-দক্ষিন শ্রীপুর, থানা-ফুলগাজী, জেলা-ফেনী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।



