ডাকাতি মামলার এজাহারনামীয় পলাতক আসামী রুবেল প্রকাশ রবিউল হাসান’কে গ্রেফতার করেছে র্যাব-৭

এম এ মান্নান : চট্টগ্রাম মহানগরীর ফিশারীঘাট এলাকায় কর্ণফুলী নদীতে অস্ত্রসহ ডাকাতি মামলার এজাহারনামীয় পলাতক আসামী রুবেল প্রকাশ রবিউল হাসান’কে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানা এলাকা হতে র্যাব-৭, চট্টগ্রাম এবং র্যাব ১১, কুমিল্লা কর্তৃক গ্রেফতার।
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার মামলা নং-১৭, তারিখ ০৭ সেপ্টেম্বর ২০২৫ইং ধারাঃ-৩৯৯/৪০২ পেনাল কোড ১৮৬০ মামলার এজাহারনামীয় পলাতক আসামী রুবেল প্রকাশ রবিউল হাসান কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ০৩ ডিসেম্বর ২০২৫ইং তারিখ আনুমানিক ২০০০ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এবং র্যাব-১১, কুমিল্লা এর যৌথ আভিযানিক দল কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন বসন্তপুর এলাকায় অভিযান পরিচালনা করে আসামী রুবেল প্রকাশ রবিউল হাসান (২৮), পিতা-আঃ মমিন, সাং-মোহাম্মদপুর বাজার, থানা-রামগতি, জেলা-লক্ষীপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরর্বতী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম সদরঘাট নৌ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।



