অপরাধআইন ও বিচারচট্টগ্রামদেশ

হালিশহরে চোর চক্রের মূল হোতাসহ ৫ জন গ্রেফতার

মুহাম্মদ জুবাইর: সিএমপি’র অভিযানে উদ্ধার ৭.৫ ভরি স্বর্ণ ও চোরাই মোবাইল—সেলাই রেঞ্জ দিয়ে গ্রিল কেটে রাতের আঁধারে হাতিয়ে নেয় ১১ ভরি স্বর্ণ ও নগদ ২ লাখ ১১ হাজার টাকা

চট্টগ্রাম মহানগরীর হালিশহর এলাকায় সংগঠিত পরিকল্পিত চুরির ঘটনায় সক্রিয় চোর চক্রের মূল হোতাসহ ৫ সদস্যকে গ্রেফতার করেছে সিএমপি হালিশহর থানা পুলিশ। বহুজেলায় অভিযান চালিয়ে গ্রেফতার করা এ চক্রের কাছ থেকে উদ্ধার হয়েছে চোরাই যাওয়া ৭ ভরি ৭ আনা ৪ পয়েন্ট স্বর্ণালংকার এবং রিয়েলমি C-11 মডেলের চোরাই মোবাইল ফোন। পুলিশের দাবি—চক্রটি দীর্ঘদিন ধরে একাধিক এলাকায় চুরি করে আসছিল।
থানা সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক ৩টার দিকে, হালিশহর থানাধীন গোল্ডেন আবাসিক এলাকার কে-ব্লক, রোড নং–০১ এর একটি বাসায় সেলাই রেঞ্জ দিয়ে জানালা গ্রিল কেটে ঢুকে পড়ে চোরেরা। তারা আলমারিতে রক্ষিত ১১ ভরি স্বর্ণ, ২ লাখ ১১ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত গৃহকর্তা ফয়সল আবদুল্লাহ আদনান (৪২) বাদী হয়ে হালিশহর থানায় মামলা দায়ের করলে এফআইআর নং-৬, জি.আর নং—১৪৪, ধারা ৪৫৭/৩৮০ পেনাল কোডে মামলা রুজু করা হয়।
মামলা রুজুর পরই হালিশহর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ নুরুল আবছার ও পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু হানিফের তত্ত্বাবধানে এসআই সামসুজ্জামান, এসআই মোশাররফ হোসাইন, এসআই ইমরান হোসেন, এসআই এহেছান মাহবুবসহ একটি চৌকস টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধান শুরু করে।

চোরাই মালামাল উদ্ধার ও চক্রটিকে ধরতে পুলিশ চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা ছাড়াও নোয়াখালী ও হবিগঞ্জ জেলার একাধিক স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানে চোর চক্রের মূল হোতা আব্দুল আলিম ওরফে শাকিল (২৯) ও তার সহযোগী ইয়াসিন আরাফাত শাকিল (২৫)সহ মোট ৫ জনকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে অপরাধীরা ঘটনার সত্যতা স্বীকার করে এবং তাদের দেখানো মতে গত ৩ ডিসেম্বর চোরাই স্বর্ণালংকারের মধ্যে ৭ ভরি ৭ আনা ৪ পয়েন্ট স্বর্ণ ও চোরাই মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্বেও একাধিক চুরির মামলা রয়েছে। তাদেরকে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button