অপরাধআইন ও বিচারচট্টগ্রামদেশ

শাপলা আবাসিকে যুবলীগের দুই শীর্ষ সন্ত্রাসী তারেক–তানভীর গ্রেফতার, দেশীয় অস্ত্রের জঙ্গি ভান্ডার উদ্ধার

মুহাম্মদ জুবাইর: চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানার শাপলা আবাসিক এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় দুই দুর্ধর্ষ সন্ত্রাসী—যুবলীগ ক্যাডার মোঃ তারেক আকবর (২৫) ও তার ছোট ভাই তানভীরুল ইসলাম (২৩)—অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে। বুধবার রাতে বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করে সিএমপি’র আকবরশাহ থানা পুলিশ।

থানা সূত্র জানায়, আকবরশাহ থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমানের নেতৃত্বে এসআই মোস্তাফিজুর রহমান, এসআই সাজ্জাদ এবং এসআই রিমন ঘোষের সমন্বয়ে একটি আভিযানিক দল শাপলা আবাসিক মডেল পল্লীর ফারুক সওদাগরের বাড়ির সামনে আবুল হোসেনের জায়গার বাউন্ডারি সংলগ্ন পরিত্যক্ত এক ঘরে অভিযান চালায়। দলটি ডাকাতির প্রস্তুতিকালে দুই ভাইকে গ্রেফতার করে।

গ্রেফতার হওয়া তারেকের বিরুদ্ধে ৯টি নিয়মিত মামলা এবং ২টি জিআর ওয়ারেন্ট রয়েছে বলে জানিয়েছে পুলিশ। দুই ভাই বহুদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, মারধর, সন্ত্রাসী তৎপরতা এবং অস্ত্রসজ্জিত দল গঠনের মাধ্যমে স্থানীয়দের আতঙ্কের কারণ ছিল।

অভিযানকারী দল জানায়, অভিযানের সময় তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র—যা শাপলা আবাসিকে দীর্ঘদিন ধরে সক্রিয় এই চক্রের ভয়ংকর কার্যক্রমের প্রমাণ বহন করে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত তারেক ও তানভীরুল হলো মৃত নুরুল ইসলাম ওরফে নবাব মিয়ার সন্তান। তাদের স্থায়ী ঠিকানা শাপলা আবাসিক মডেল পল্লীর নবাব মিয়ার বাড়ি।

ঘটনার পর আকবরশাহ থানায় মামলা নং ০৬(১২)২৫ রুজু করা হয়েছে এবং দুজনকে যথাযথ প্রহরায় আদালতে প্রেরণ করা হয়েছে।

স্থানীয়দের ভাষ্য—এই দুই ভাই দীর্ঘদিন ধরেই এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে সাধারণ মানুষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button