ব্যাংক ও বীমাসংগঠন

তেঁতুলিয়ায় চাঁদা তুলে জাতীয় যুব দিবস পালিত

মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধিঃ

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় চাঁদা তুলে জাতীয় যুব দিবস-২০২৪ পালিত হয়েছে।

জাতীয় যুব দিবস উপলক্ষ্যে এবার উপজেলায় বরাদ্দ ১০ হাজার ভ্যাট বাদ দিয়ে সাড়ে ৯ হাজার টাকা পেয়েছে তাই কৃষি ব্যাংক, সোনালী ব্যাংক ও বিভিন্ন সংগঠনের কাছ থেকে চাঁদা তুলে শুক্রবার (১ নভেম্বর) এই যুব দিবস পালন করেছে যুব উন্নয়ন কর্তৃপক্ষ ও জাতীয় যুব দিবস কমিটি।

উপজেলা যুব উন্নয়নের সহকারী কর্মকর্তা নাফিজুল ইসলাম বলেন, এবার তাঁরা বরাদ্দ পেয়েছে ১০ হাজার টাকা। ভ্যাট বাদ দিয়ে টিকেছেন সাড়ে ৯হাজার টাকা। তাদের দিবসে খরচ হয়েছে ১৪হাজারের বেশি। অতিরিক্ত টাকা ব্যয়ের বিষয়ে জানতেই তিনি বলেন, বরাদ্দ কম হওয়ায় এবং এই অতিরিক্ত টাকার জোগান দিতেই কৃষি ব্যাংক, সোনালী ব্যাংক ও বিভিন্ন সংগঠনের কাছ থেকে তাঁরা চাঁদা তুলেন। চাঁদা তুলার কোনো নিয়ম আছেন কিনা? এমন প্রশ্নের জবাবে জানতে পারা যায়, ব্যাংকে তাদের একাউন্ট রয়েছে মর্মে ব্যাংক কর্তৃপক্ষ তাদের এই চাঁদা দিয়ে আসছেন। তবে চাঁদা তুলার নিয়ম রয়েছে কিনা, নির্দিষ্ট কোনো জবাব পাওয়া যায়নি।

যুব উন্নয়ন অধিদপ্তরের জাতীয় যুবদিবস উদযাপন উপলক্ষ্যে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভা সূত্রে জানা যায়, বিভাগীয় জেলায় ২৫হাজার টাকা এবং অন্যান্য জেলা পর্যায়ে ২০ হাজার টাকা ও উপজেলা পর্যায়ে ১২ হাজার টাকা বাজেট বরাদ্দ প্রদানের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও দিবসের আগের দিন সাংবাদিক সম্মেলনের আয়োজন করতে বলা হলেও কোনো কার্যক্রম করেননি যুব উন্নয়ন কর্তৃপক্ষ ও যুব দিবস কমিটি।

এ ব্যাপারে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ রায়হান আলী বলেন, তিনি অন্য অফিস থেকে এই অফিসে বদলীর মাধ্যমে গত বৃহস্পতিবার বিকেলে দিকে দিবস উপলক্ষ্যে এসেছেন। এ বিষয়ে তেমন অবগত নন। চাঁদার বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button