মুহাম্মদ জুবাইর: চট্টগ্রাম-১০ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী নির্বাচনী গণসংযোগের অংশ হিসেবে একটি উঠান বৈঠকে অংশ নেন। আজ ৮ ডিসেম্বর সোমবার অনুষ্ঠিত এ বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা আমির মাহাবুব হাসান রুমি।
উঠান বৈঠকে অধ্যক্ষ হেলালী জনগণের সমস্যা, এলাকার উন্নয়ন সম্ভাবনা ও আগামী দিনের পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, জনগণের দোরগোড়ায় পৌঁছে তাদের মতামত জানা এবং উন্নয়নধারাকে এগিয়ে নেওয়াই তাঁর প্রধান লক্ষ্য।
পাঁচলাইশ থানা আমির মাহাবুব হাসান রুমি বলেন, এলাকার ভোটারদের প্রত্যাশা পূরণে একজন যোগ্য ও সৎ নেতৃত্ব প্রয়োজন। তিনি হেলালীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বৈঠকে স্থানীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আরও কয়েকটি এলাকায় উঠান বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানান আয়োজকরা।



