অপরাধআইন ও বিচারদেশ

ফেনীর আলোচিত ধর্ষণ মামলার পলাতক শাহীন ঢাকায় নাটকীয়ভাবে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: ফেনী সদর থানার আলোচিত ধর্ষণ মামলার প্রধান আসামি কাজী আবদুল শুক্কুর প্রকাশ শাহীনকে অবশেষে রাজধানীর উপকণ্ঠ গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম ও র‌্যাব-১, ঢাকার যৌথ অভিযানিক দল। শনিবার (৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা–ময়মনসিংহ রোডের হাজী জলিল খান মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং/২৫) এর ৯(১) ধারায় দায়ের হওয়া ফেনী সদর থানার মামলা নং-৭৫, তারিখ ২৯ নভেম্বর ২০২৫ মামলার প্রধান আসামি শাহীন পলাতক থাকার পর থেকে তার অবস্থান শনাক্তে গোয়েন্দা নজরদারি জোরদার করে র‌্যাব।

একপর্যায়ে গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে দুই র‌্যাব ব্যাটালিয়ন সমন্বিত অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারের পর আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব সূত্র নিশ্চিত করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button